বাংলাদেশ পর্যটন বোর্ড
![]() | |
গঠিত | ২০১০ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | tourismboard |
বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) হলো বাংলাদেশে পর্যটন সংক্রান্ত জাতীয় সংস্থা। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সরকারি এই বোর্ডটি বাংলাদেশের পর্যটনের প্রসার ও প্রচারণায় কাজ করে এবং সাথে সাথে জাতীয়ভাবে পর্যটন সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।[১] বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বর্তমানে পর্যটন বোর্ডের চেয়ারম্যান এবং জাহাঙ্গীর হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]
ইতিহাস[সম্পাদনা]
বাংলাদেশের পর্যটনকে প্রচার ও প্রসারের লক্ষে[৩] বাংলাদেশ সরকার ২০১০ সালের জুনে ‘জাতীয় পর্যটন নীতিমালা’ পাশ করে।[৪] এরপর ১৮ই জুলাই ‘বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০’ পাশ হয়।[৫] একই বছরের সেপ্টেম্বরে এই আইনের আওতায় বাংলাদেশ পর্যটন বোর্ড স্থাপিত হয়। বর্তমানে সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কে অবস্থিত।[৬] সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাভূক্ত।[৭]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "পর্যটন - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ Kantho, Kaler। "জাহাঙ্গীর হোসেন ট্যুরিজম বোর্ডের নতুন সিইও - কালের কণ্ঠ"।
- ↑ "Tourism board eyes community-based tourism across Bangladesh"। dhakatribune.com। Dhaka Tribune। ২২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ https://tourismboard.portal.gov.bd/site/page/641088a0-2568-4fb7-9bdd-bcdaf88b1a88
- ↑ "বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০"। bdlaws.minlaw.gov.bd।
- ↑ "Contact Us"। Visit Bangladesh। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।
- ↑ "Cox's Bazar to host int'l tourism conference"। en.prothom-alo.com। Prothom Alo। ২২ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬।