বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি
গঠিত | ১৯৯৭ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশকদের একটি বাণিজ্যিক সংস্থা যা চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য কাজ করে।[১][২] খুরশেদ আলম খসরু বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি।[৩]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি, দুটি প্রতিষ্ঠানের একত্রীকরণের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার পরপরই "বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি" ১৯৭২ সালে খান আতাউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি ১৯৭৫-১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে সংগঠনগুলো একত্রিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি গঠন করে।[৪] ২০২০ সালে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধিরা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সাথে চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করার উপায় খুঁজে বের করতে এবং সিনেমা হলগুলো বন্ধ হওয়া বিরত রাখতে আলোচনায় বসেছিলেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Film producer elections in the offing"। Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ "Dhallywood saw dirty games in 2017"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ "AKM Jahangir Khan passes away"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ অনুপম হায়াৎ (২০১২)। "চলচ্চিত্র সংগঠন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Hasan for combined efforts to protect cinema halls | Bangladesh Sangbad Sangstha (BSS)"। BSS। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।