বাংলাদেশ গণিত সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ গণিত সমিতি
গঠিত১৯৭২; ৫২ বছর আগে (1972)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.bdmathsociety.org

বাংলাদেশ গণিত সমিতি বাংলাদেশের গণিতবিদদের একটি পেশাদার সংগঠন।[১][২] বাংলাদেশে গণিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান, সম্প্রসারণ ও মানোন্নয়ন, গণিতবিদদের স্বার্থ ও সম্মান সংরক্ষণ, দেশবিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ রক্ষা, সমন্বয় সাধন ও আন্তঃক্রিয়া বৃদ্ধি করা; প্রবন্ধ, প্রতিবেদন, সাময়িকী, জার্নাল প্রভৃতি প্রকাশের মাধ্যমে গণিত শাস্ত্রের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া; জাতীয় ও পেশাজীবীদের বিভিন্ন গণিত বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৭২ সালে সমিতিটি প্রতিষ্ঠিত হয়।[৩]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ গণিত সমিতি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সাল থেকে সমিতিটি বার্ষিক জাতীয় গণিত সম্মেলনের আয়োজন শুরু করে। এটি নিয়মিত জ্যানিট: জার্নাল অফ বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি নামে গবেষণাপত্র প্রকাশ করে। ১৯৮০-এর দশকে সমিতিটি স্বেচ্ছায় জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাথে বাংলাদেশে গণিতের পাঠ্যপুস্তক পুনরায় লেখার জন্য কাজ করে।[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. এস.এম আজিজুল হক ছিলেন সমিতিটির প্রথম সভাপতি।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "11th nat'l undergrad math olympiad concludes"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 
  2. "Three-day math conference at Dhaka University concludes"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 
  3. মাসুদ হাসান চৌধুরী (২০১২)। "বাংলাদেশ গণিত সমিতি"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  4. "About BMS"bdmathsociety.org। Bangladesh Mathematical Society। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]