বসু (অভিঘাত খাদ)

স্থানাঙ্ক: ৫৩°৩০′ দক্ষিণ ১৭০°০০′ পশ্চিম / ৫৩.৫° দক্ষিণ ১৭০.০° পশ্চিম / -53.5; -170.0
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বসু
Clementine mosaic
স্থানাঙ্ক৫৩°৩০′ দক্ষিণ ১৭০°০০′ পশ্চিম / ৫৩.৫° দক্ষিণ ১৭০.০° পশ্চিম / -53.5; -170.0
ব্যাস৯১ কিমি
সম্মিলিত১৭২° সূর্যোদয়ের সময়
উৎসর্গিতজগদীশচন্দ্র বসু
Oblique Lunar Orbiter 5 image
Oblique Lunar Orbiter 5 image of Bose (upper right) and Bhabha (lower left) craters

বসু গহ্বর চাঁদের বিপরীত পৃষ্ঠের দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি অভিঘাত খাদ। বসু গহ্বরের উত্তর-পশ্চিমে ভাবা এবং দক্ষিণ-পূর্বে আলডার রয়েছে।

বসু গহ্বরের কিনারায় অংশগুলো ভঙ্গুর ও গোলাকার হলেও গর্তগুলো স্পষ্ট ভাবেই বোঝা যায়। এর পূর্ব ও উত্তর-পূর্ব ধারের কাছে বসু ডি নামক উপগ্রহ খাদটি অবস্থিত, এবং একটি ছোট ক্রেটারলেট অভ্যন্তরীণ দক্ষিণ পূর্ব প্রাচীরের উপর রয়েছে। বেতার ব্যবস্থা নিয়ে তাঁর অভাবনীয় গবেষণার জন্য বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামানুসারে এই চন্দ্রগহ্বরের নামকরণ করা হয়েছে।[১]

উপগ্রহ খাদ[সম্পাদনা]

বসু গহ্বরের নিকটবর্তী তুলনামূলক ভাবে ছোট উপগ্রহ খাদগুলো হলো-

বসু অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাস
৪৯.৩° দক্ষিণ ১৬৬.৫° পশ্চিম ২৮ কিমি
জে ৫২.৭° দক্ষিণ ১৬৬.১° পশ্চিম ২০ কিমি
ইউ ৫২.৮° দক্ষিণ ১৭৪.৬° পশ্চিম ৩৮ কিমি

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Five things you need to know about Jagadish Chandra Bose"The Independent (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-০৮। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬ 

গ্রন্থপুঞ্জী[সম্পাদনা]