দাস (অভিঘাত খাদ)

স্থানাঙ্ক: ২৬°৩৬′ দক্ষিণ ১৩৬°৪৮′ পশ্চিম / ২৬.৬° দক্ষিণ ১৩৬.৮° পশ্চিম / -26.6; -136.8
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দাস (গহ্বর) থেকে পুনর্নির্দেশিত)
দাস
LRO WAC image
স্থানাঙ্ক২৬°৩৬′ দক্ষিণ ১৩৬°৪৮′ পশ্চিম / ২৬.৬° দক্ষিণ ১৩৬.৮° পশ্চিম / -26.6; -136.8
ব্যাস৩৮ কিমি
সম্মিলিত১৩৭° সূর্যোদয়ের সময়
উৎসর্গিতঅনিলকুমার দাস
Oblique Lunar Orbiter 5 image

দাস গহ্বর চাঁদের বিপরীত পৃষ্ঠে অবস্থিত একটি অভিঘাত খাদ। এটি মসৃণ গাত্রযুক্ত চেবিশেভের উত্তর-পশ্চিমে অবস্থিত। এর দক্ষিণ-পশ্চিমে অমসৃণ মারিওটে এবং পূর্ব ও উত্তরপূর্বে ভন ডের পহেলেন (গহ্বর) রয়েছে। এই গহ্বরটি ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী অনিলকুমার দাসের নামানুসারে নামকরণ করা হয়।

প্রায় গোলাকার আকৃতির এই গহ্বরের ধারগুলো তীক্ষ্ন এবং পশ্চিম ও উত্তর-পশ্চিমের অংশগুলো সামান্য স্ফীত। এর বিশিষ্ট রশ্মির কারণে দাসকে কোপারনিকান সিস্টেমের অংশ হিসাবে ম্যাপ করা হয়েছে।[১]

উপগ্রহ খাদ[সম্পাদনা]

দাস গহ্বরের নিকটবর্তী তুলনামূলক ভাবে ছোট উপগ্রহ খাদগুলো হলো-

দাস অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাস
জি ২৬.৯° দক্ষিণ ১৩৫.২° পশ্চিম ৩২ কিমি

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wilhelms, Don E.; with sections by McCauley, John F.; Trask, Newell J. (১৯৮৭)। "The geologic history of the Moon" 

গ্রন্থপুঞ্জী[সম্পাদনা]