বিষয়বস্তুতে চলুন

বলবর্মণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বলবর্মণ
কামরূপ রাজ
রাজত্ব৩৯৮-৪২২ খ্রিস্টাব্দ
পূর্বসূরিসমুদ্রবর্মণ
উত্তরসূরিকল্যাণবর্মণ
দাম্পত্য সঙ্গীরত্নাবতী
বংশধরকল্যাণবর্মণ
অমৃতপ্রভা
রাজবংশবর্মণ রাজবংশ
পিতাসমুদ্রবর্মণ
মাতাদত্তা দেবী

বলবর্মণ (রাজত্বকালঃ ৩৯৮-৪২২ খ্রিস্টাব্দ) কামরূপ রাজ্য শাসনকারী বর্মণ রাজবংশের তৃতীয় রাজা ছিলেন।

পরিচিতি

[সম্পাদনা]

আসামের নিধানপুর অঞ্চল থেকে প্রাপ্ত ভাস্করবর্মণের তাম্রলিপিগুলি থেকে বর্মণ রাজবংশের রাজা সমুদ্রবর্মণ ও তাঁর রাণী দত্তা দেবীর পুত্র বলবর্মণের নাম জানা যায়। তাঁর পত্নীর নাম ছিল রত্নাবতী ও পুত্রের নাম ছিল কল্যাণবর্মণ[] রাজতরঙ্গিনী গ্রন্থে বলবর্মণের কন্যা রাজকুমারী অমৃতপ্রভার স্বয়ম্বর সভার বিস্তৃত বর্ণনা রয়েছে, যেখানে আর্য্যাবর্তের বিভিন্ন রাজ্যের রাজকুমারদের মধ্যে তিনি কাশ্মীরের গোনন্দ রাজবংশের রাজা মেঘবাহনকে বিবাহ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sharma, Mukunda Madhava (১৯৭৮)। Inscriptions of Ancient Assam। Gauhati University, Assam। 
বলবর্মণ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
সমুদ্রবর্মণ
কামরূপ রাজ্য
৩৯৮-৪২২ খ্রিস্টাব্দ
উত্তরসূরী
কল্যাণবর্মণ