বড় মসজিদ (কুয়েত)
বড় মসজিদ | |
---|---|
المسجد الكبير | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | কুয়েত সিটি, কুয়েত |
স্থানাঙ্ক | ২৯°২২′৪৪″ উত্তর ৪৭°৫৮′২৯″ পূর্ব / ২৯.৩৭৮৮৯° উত্তর ৪৭.৯৭৪৭২° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৮৬ |
নির্মাণ ব্যয় | ১৩,০০০,০০০ (দিনার) |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ১১,০০০ |
গম্বুজসমূহ | ১ |
গম্বুজের ব্যাস (বাহিরে) | ২৬ |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ৭৪ মি (২৪৩ ফু) |
বড় মসজিদ (আরবি: المسجد الكبير) হলো কুয়েতের সর্ববৃহৎ এবং সরকারি মসজিদ। এর আয়তন ৪৫,০০০ বর্গমিটার (৪,৮০,০০০ ফু২), যার মধ্যে ভবনটির আয়তন ২০,০০০ বর্গমিটার (২,২০,০০০ ফু২)। মূল প্রার্থনা কক্ষটি সব দিকেই ৭২ মিটার (২৩৬ ফু) প্রশস্ত। এতে সেগুন কাঠের দরজা এবং ১৪৪টি জানালা রয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]মসজিদের গম্বুজটি ২৬ মিটার (৮৫ ফুট) ব্যাসবিশিষ্ট ও ৪৩ মিটার (১৪১ ফুট) উঁচু এবং আসমা উল-হুসনা অর্থাৎ আল্লাহর ৯৯ টি নাম দিয়ে সজ্জিত। মসজিদে মূল প্রার্থনা কক্ষে ১০,০০০ জন পুরুষ এবং পৃথক হলরুমে ৯৫০ জন মহিলা একসাথে নামাজ পড়তে পারে। এছাড়াও মসজিটিতে ইসলামী তথ্যসূত্রের বইপত্র ও নথিপত্র সংবলিত ৩৫০ বর্গমিটার (৩,৮০০ বর্গফুট) আয়তনের একটি গ্রন্থাগার রয়েছে। ইবাদতকারীদের বিপুল সংখ্যক যানবাহন সংকুলানের জন্য, মসজিদটির পূর্ব প্রাঙ্গনের নিম্নদেশে ৫ স্তরের একটি পার্কিং স্থান রয়েছে যেখানে ৫৫০টি গাড়ি থাকার ব্যবস্থা রয়েছে।
মসজিদটির নির্মাণ কাজ ১৯৭৯ সালে শুরু হয় এবং ১৯৮৬ সালে বা হিজরি ১৪০৭ সালের ১লা শাওয়াল বা ঈদ উল-ফিতরের দিন নির্মাণ কাজ সম্পন্ন হয়। উত্তর-পশ্চিম কোণে অবস্থিত মসজিদের মিনারটি আন্দালুসীয় স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ।