বড়ো-কাছাড়ি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বড়ো-কাছারি ওয়েলফেয়ার স্বায়ত্তশাসিত পরিষদ হচ্ছে বড়োল্যান্ড অঞ্চলের বাইরের গ্রামগুলোতে বসবাসকারী নৃতাত্ত্বিক বড়ো জনগোষ্ঠীর (বড়ো-কাছাড়ি নামে পরিচিত) বিকাশ এবং সুরক্ষার জন্য গঠিত ভারতের আসাম রাজ্যের একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক বিভাগ। ২০২০ সালে এটি গঠিত হয়। [১]

সম্পর্কিত[সম্পাদনা]

বড়ো-কাছারি মানুষের কল্যাণে বড়োল্যান্ডের আঞ্চলিক অঞ্চলের বাইরে একটি বড়ো-কাছারি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদের দীর্ঘদিনের দাবি রয়েছে। এর জন্য বড়ো সংস্থাগুলো একাধিক প্রতিবাদও চালিয়েছিল। [২] বড়ো কাছারি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ বিল, ২০২০ ডিসেম্বর মাসে সমতল উপজাতি ও পশ্চাৎপদ শ্রেণীর মন্ত্রী চন্দন ব্রহ্মার কল্যাণ দ্বারা আসাম বিধানসভায় গৃহীত হয়েছিল এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে বিলটি পাস হয়। [৩]

প্রশাসন[সম্পাদনা]

বড়ো কাছারি স্বায়ত্তশাসিত কল্যাণ পরিষদ ৪০ জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে ৩৬ জন সদস্য সরাসরি নির্বাচিত হন এবং ৪ জন সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হন। ৩৬টি নির্বাচনী আসনের মধ্যে ২৫ টি তফসিলী উপজাতি সম্প্রদায়ের জন্য এবং ৬টি পরিষদ অঞ্চলে যে কোনও সম্প্রদায়ের মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মনোনীত ৪ জন সদস্য পরিষদ এলাকার অন্তর্গত জনগোষ্ঠীর মধ্যে থাকবেন। [৪]

২০২১ সালের জানুয়ারিতে আসাম রাজ্য সরকার জানিয়েছিল যে, নবগঠিত বড়ো কাছাড়ি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ, কামতাপুর স্বায়ত্তশাসিত পরিষদ, মরান স্বায়ত্তশাসিত পরিষদ এবং মাতাক স্বায়ত্তশাসিত পরিষদের অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করবে। ২০২১ সালের আসাম বিধানসভা নির্বাচনের আগে এই স্বায়ত্তশাসিত পরিষদগুলোর নির্বাচন সম্ভব না হওয়ায় সরকার বড়ো কাছাড়ি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদের জন্য ৪০ জন, কামতাপুর স্বায়ত্তশাসিত পরিষদের জন্য ৩০ জন এবং মরান স্বায়ত্তশাসিত পরিষদমাতাক স্বায়ত্তশাসিত পরিষদের জন্য ২৫ জন সদস্যকে মনোনীত করে।[৫]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Assam Assembly Passes Bill to Create Autonomous Council for Bodo-Kachari Community"The wire। ৩১ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২০ 
  2. "Bodo Kachari Autonomous Welfare Council outside 6th Schedule Area to come up soon: HBS"Sentinelassam। ৭ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১ 
  3. "Assam House Passes Bill to Create Autonomous Council for Bodo-Kachari Community"News18। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১ 
  4. "Bill to form Council for Bodo Kacharis placed; Bodo to be made an 'associate official language'"Sentinelassam। ২৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১ 
  5. "Assam Government To Form Four Interim Councils Soon"Sentinelassam। ৯ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]