বজিরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বজিরা (পালি: वजिरा) (সময়কাল - খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী) হর্য্যঙ্ক রাজবংশের রাজা অজাতশত্রুর পত্নী ছিলেন।[১]

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

বজিরা কোশল রাজ্যের রাজা পসেনদি ও তার পত্নী মল্লিকার একমাত্র কন্যা ছিলেন। ৩৯২ খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজা ও পসেনদির ভগ্নীপতি বিম্বিসার তার পুত্র অজাতশত্রু কর্তৃক বন্দী হন ও পরের বছর বন্দী অবস্থায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় ক্রুদ্ধ কোশল রাজ পসেনদি একদা তার ভগিনী কোশল দেবীবিম্বিসারের বিবাহের যৌতুক হিসেবে প্রদত্ত কাশী রাজ্য পুনরায় নিজের অধীনে নিয়ে নিলে অজাতশত্রু কোশল রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রথম যুদ্ধে অজাতশত্রু বিজয়ী হলেও পরের যুদ্ধে পরাজিত হন। কিন্তু গৌতম বুদ্ধের মতাদর্শে বিশ্বাসী পসেনদি তাকে মুক্ত করে তার কন্যা বজিরাকে তার সাথে বিবাহ দিয়ে[২][৩] যৌতুক হিসেবে কাশী রাজ্য ফিরিয়ে দেন।[৪] বজিরা উদয়িভদ্র নামক এক পুত্রসন্তানের জন্ম দেন, যিনি পরবর্তীকালে মগধের শাসক হিসেবে সিংহাসনে আরোহণ করেন।[৫][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sen, Sailendra Nath (১৯৯৯)। Ancient Indian history and civilization (Second Edition সংস্করণ)। New Delhi: New Age International। পৃষ্ঠা 113। আইএসবিএন 9788122411980 
  2. Manoj Kumar Pal (২০০৮)। Old Wisdom and New Horizon। Viva Books Private Ltd। পৃষ্ঠা 162। 
  3. Tripathi, Rama Shankar (১৯৪২)। History of Ancient India (1st. ed., repr. সংস্করণ)। Delhi: Motinal Banarsidass। পৃষ্ঠা 95আইএসবিএন 9788120800182 
  4. The Journal of the Bihar Research Society। Bihar Research Society। ১৯৪৩। পৃষ্ঠা 127। 
  5. Mukherjee, Hemchandra Raychaudhuri. With a commentary by B. N. (২০০৫)। Political History of Ancient India : From the accession of Parikshit to the extinction of the Gupta dynasty (6. impression. সংস্করণ)। Oxford University Press। পৃষ্ঠা 190। আইএসবিএন 9780195643763 
  6. Buddhist Council of Ceylon, Ceylon. Ministry of Cultural Affairs, Sri Lanka. Bauddha Kaṭayutu Depārtamēntuva (১৯৬৩)। Encyclopaedia of Buddhism। Govt. of Ceylon। পৃষ্ঠা 316।