বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়
| বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় | |
|---|---|
বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় এর একাডেমিক ভবন | |
| অবস্থান | |
![]() | |
বজরাটেক, গোহালবাড়ী ইউনিয়ন, ভোলাহাট উপজেলা চাঁপাইনবাবগঞ্জ | |
| তথ্য | |
| ধরন | বেসরকারি |
| প্রতিষ্ঠাকাল | ১৯৬৫ খ্রিষ্টাব্দ |
| বিদ্যালয় জেলা | চাঁপাইনবাবগঞ্জ |
| ইআইআইএন | ১২৪৩২৬ |
| প্রধান শিক্ষক | মো: আব্দুস শুকুর[১] |
| শ্রেণি | ৬ষ্ঠ থেকে ১০ম |
| ক্যাম্পাসের ধরন | ইউনিয়ন পরিষদে অবস্থিত |
| অন্তর্ভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী |
| শিক্ষা বোর্ড | রাজশাহী |
| ওয়েবসাইট | http://www.bsphs.edu.bd/ |
বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় চাঁপাই নবাবগঞ্জ জেলার অর্ন্তগত ভোলাহাট থানার বজরাটেক গ্রামে অবস্থিত। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত।
অবস্থান
[সম্পাদনা]উপজেলা থেকে প্রায় ২.০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের পার্শ্বে ২০০ মিটার পূর্বদিকে অবস্থিত। উপজেলা হেডকোয়াটারের সাথে পাকা রাস্তা এবং জেলার সাথেও পাকা রাস্তার সড়ক যোগাযোগ রয়েছে।[২]
শিক্ষক কর্মচারী
[সম্পাদনা]বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮২৭ জন ছাত্র/ছাত্রী এবং ২৯ জন শিক্ষক/শিক্ষিকা ও ৫ জন কর্মচারী রয়েছে।[৩]
নামকরণের ইতিহাস
[সম্পাদনা]এলাকাবাসীর উদ্যোগ ও মরহুম ইউসুফ আলী মহাজনের (ওয়াকাপ স্টেটের) পৃষ্ঠপোষকতায় উনার স্ত্রী মরহুমা সবজা বিবির নামে বিদ্যালয়টির নামকরণ করা হয় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়।
অর্জন
[সম্পাদনা]বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়টি চাঁপাই নবাবগঞ্জ জেলার ২১৬ টি সরকারী –বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা দশের তালিকার স্থান অক্ষুণ্ণ রেখেছে।[৪] আরো বিস্তারিত-
| সাল | জেলার নাম | স্থান |
|---|---|---|
| ২০১০ | সেরা দশের তালিকার চাঁপাই নবাবগঞ্জ জেলায় | ৯ম |
| ২০১১ | সেরা দশের তালিকার চাঁপাই নবাবগঞ্জ জেলায় | ৭ম |
| ২০১২ | সেরা দশের তালিকার চাঁপাই নবাবগঞ্জ জেলায় | ৫ম |
| ২০১৩ | সেরা দশের তালিকার চাঁপাই নবাবগঞ্জ জেলায় | ৯ম |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভোলাহাটে মাধ্যমিক বিদ্যালয়সমূহের ত্রিবার্ষিক সভায় ৩৪ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি গঠিত"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬।
- ↑ "ভোলাহাটে বজরাটেক সবজা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী র্যালি"। চাঁপাইসংবাদ.কম। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৬।
- ↑ "চার মাস যাবত বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ"। শিক্ষক বাতায়ন। শিক্ষা মন্ত্রণালয়।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Chapainawabganjnews: ভোলাহাটে বজরাটেক সবজা উচ্চ বিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান"। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬।
