বিষয়বস্তুতে চলুন

বাক্সা জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বক্সা জেলা থেকে পুনর্নির্দেশিত)
বাক্সা জেলা
জেলা
বাক্সা জেলাতে অবস্থিত মানস জাতীয় উদ্যান
বাক্সা জেলাতে অবস্থিত মানস জাতীয় উদ্যান
দেশ ভারত
রাজ্যঅসম
সদরমুছলপুর
আয়তন
 • মোট২,৪০০ বর্গকিমি (৯০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৯,৫৩,৭৭৩
 • জনঘনত্ব৪০০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০)
ওয়েবসাইটBaksa.gov.in/

বাক্সা জেলা (অসমীয়া: বাক্সা জিলা; /ˈbʌksə/ or /ˈbæksə/;) হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার মধ্যে একটি। এ জেলা বড়োল্যান্ড-এর অন্তৰ্ভুক্ত। ২০০৩ সনে এটিকে নতুন জেলারূপে ঘোষণা করা হয়। বাক্সা জেলার আয়তন প্ৰায় ২৪০০ বৰ্গকিলোমিটার।

ইতিহাস

[সম্পাদনা]

২০০৩ সনের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বি টি সি চুক্তিমতে আসামের চারটি জেলা- কোকরাঝাড়, বাক্সা, চিরাং এবং ওডালগুড়িকে নিয়ে বড়োলেণ্ড স্বায়ত্বশাসিত অঞ্চল স্থাপিত হয়। বড়পেটা, নলবাড়ি, কামরূপ এবং দরং জেলার অংশবিশেষ নিয়ে বাক্সা জেলার সৃষ্টি করা হয়েছে।[] ২০০৩ সনের অক্টোবরে এটিকে জেলা ঘোষণা করা হয় এবং ২০০৪ সনের ১ জুনের পর থেকে আনুষ্ঠানিকভাবে কাজকর্ম আরম্ভ হয়।[] বাক্সার প্ৰথম উপায়ুক্ত ছিল ড: আনোয়ারুদ্দিন চৌধুরী।

ভৌগোলিক তথ্য

[সম্পাদনা]

বাক্সা জেলটি আসামের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। বাক্সা জেলার উত্তরে ভুটান, দক্ষিণে বরপেটা, নলবাড়ি এবং কামরূপ জেলা, এবং পশ্চিমে চিরাং জেলা। জেলার আয়তন প্ৰায় ২৪০০ বৰ্গ কিলোমিটাৰ।[] সদর দপ্তর মুছলপুর আসামের রাজধানী দিসপুর থেকে প্ৰায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত।

জনগোষ্ঠী

[সম্পাদনা]

বক্সা জেলায় বরো‚ রাভা‚ কোচ-রাজবংশী‚ আদিবাসী‚ নেপালী‚ মদাহী আদি প্রভৃতি জনগোষ্ঠী রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "About the Baksa district"। District administration, Baksa। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১২ 
  2. Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১