ফ্লোরিয়ান নয়হাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্লোরিয়ান নয়হাউস
২০১৫ সালে ফর্টুনা ডুসেলডর্ফের হয়ে নয়হাউস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্লোরিয়ান খ্রিস্টিয়ান নয়হাউস[১]
জন্ম (1997-03-16) ১৬ মার্চ ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান লান্ডসবার্গ আম লেখ, জার্মানি
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া মনশেনগ্লাডবাখ
জার্সি নম্বর ০০
যুব পর্যায়
ভিএফএল কাউফারিং
0000–২০১৬ ১৮৬০ মিউনিখ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬–২০১৭ ১৮৬০ মিউনিখ ২ (১)
২০১৬–২০১৭ ১৮৬০ মিউনিখ ১২ (০)
২০১৭– বরুসিয়া মনশেনগ্লাডবাখ ৮৮ (১২)
২০১৭–২০১৮ফর্টুনা ডুসেলডর্ফ (ধার) ২৭ (৬)
জাতীয় দল
২০১৬–২০১৭ জার্মানি অনূর্ধ্ব-২০ (০)
২০১৭–২০১৯ জার্মানি অনূর্ধ্ব-২১ ১৭ (১)
২০২০– জার্মানি (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৩৩, ১ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৩৩, ১ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ফ্লোরিয়ান খ্রিস্টিয়ান নয়হাউস (জার্মান: Florian Neuhaus, জার্মান উচ্চারণ: [ˈfloːʁiaːn ˈnɔʏ̯haʊ̯s];[২][৩] জন্ম: ১৬ মার্চ ১৯৯৭; ফ্লোরিয়ান নয়হাউস নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১৬ সালে, নয়হাউস জার্মানি অনূর্ধ্ব-২০ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে ১টি গোল করেছেন। দলগতভাবে, নয়হাউস এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা ফর্টুনা ডুসেলডর্ফের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ফ্লোরিয়ান খ্রিস্টিয়ান নয়হাউস ১৯৯৭ সালের ১৬ই মার্চ তারিখে জার্মানির লান্ডসবার্গ আম লেখে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA U-20 World Cup Korea Republic 2017: List of Players" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ১১ জুন ২০১৭। পৃষ্ঠা 6। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮ 
  2. Dudenredaktion; Kleiner, Stefan; Knöbl, Ralf (২০১৫) [First published 1962]। Das Aussprachewörterbuch [The Pronunciation Dictionary] (জার্মান ভাষায়) (7th সংস্করণ)। Berlin: Dudenverlag। পৃষ্ঠা 373, 629। আইএসবিএন 978-3-411-04067-4 
  3. Krech, Eva-Maria; Stock, Eberhard; Hirschfeld, Ursula; Anders, Lutz Christian (২০০৯)। Deutsches Aussprachewörterbuch [German Pronunciation Dictionary] (জার্মান ভাষায়)। Berlin: Walter de Gruyter। পৃষ্ঠা 513, 774। আইএসবিএন 978-3-11-018202-6 

বহিঃসংযোগ[সম্পাদনা]