ফ্লাই ঢাকা এয়ারলাইন্স
অবয়ব
কার্যক্রম শুরু | নভেম্বর ২০২৪ |
---|---|
হাব | |
প্রধান কার্যালয় | লেভেল-৫, বাড়ি নং: ০১, রোড নং ০৪, বনানী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট থানা, ঢাকা-১২১৩, বাংলাদেশ |
গুরুত্বপূর্ণ ব্যক্তি |
ফ্লাই ঢাকা এয়ারলাইন্স বা ফ্লাই ঢাকা হলো বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।[২] এয়ারলাইনটি নভেম্বর ২০২৪ থেকে কার্যক্রম শুরু করতে চলেছে।
ইতিহাস
[সম্পাদনা]এয়ারলাইন্সটি পূর্বে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেলেও ২০২২ সালের সেপ্টেম্বরে সেটির মেয়াদ শেষ হয়ে যায়।[৩] বর্তমানে এয়ারলাইন্সটি পুনরায় এওসি অর্জনের জন্য অপেক্ষা করছে।
গন্তব্যস্থল
[সম্পাদনা]এয়ারলাইনটি নিয়ম অনুসারে আন্তর্জাতিক ফ্লাইট অফার করার আগে কমপক্ষে এক বছর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করবে।[৪]
দেশ | শহর | বিমানবন্দর | মন্তব্য | তথ্যসূত্র |
---|---|---|---|---|
বাংলাদেশ | ঢাকা | হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | হাব | [৫] |
বিমানবহর
[সম্পাদনা]ফ্লাই ঢাকা প্রথমে অভ্যন্তরীণভাবে এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ দিয়ে বিমান পরিচালনা করবে। তারপরে, এয়ারলাইনটি তার বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য এয়ারবাস এবং বোয়িং এয়ারক্রাফ্টগুলি অধিগ্রহণের মাধ্যমে তাদের ফ্লিট লাইনআপ প্রসারিত করার পরিকল্পনা করছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন উদ্দীপনায় আসছে ফ্লাই ঢাকা"। www.unb.com.bd। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪।
- ↑ "Fly Dhaka Airlines Ltd."। flydhakaairlines.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬।
- ↑ "আলোর মুখ দেখছে না এয়ারলাইন্স 'ফ্লাই ঢাকা'!"। বার্তা২৪ (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪।
- ↑ "নভেম্বরে উড়তে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২৪।
- ↑ "Fly Dhaka Airline Profile | CAPA"। centreforaviation.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-২৬।