ফ্রিম্যান নদী
ফ্রিম্যান নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | কানাডা |
প্রদেশ | আলবার্টা |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | ফ্রিম্যান নদী হেডওয়াটার |
• স্থানাঙ্ক | ৫৪°৩৯′৫৬″ উত্তর ১১৫°৫৭′৫৪″ পশ্চিম / ৫৪.৬৬৫৫৬° উত্তর ১১৫.৯৬৫০০° পশ্চিম |
• উচ্চতা | ১,০৯৬ মিটার (৩,৫৯৬ ফুট) |
মোহনা | |
• অবস্থান | আথাবাস্কা নদী |
• স্থানাঙ্ক | ৫৪°১৯′১৪″ উত্তর ১১৪°৪৭′১৬″ পশ্চিম / ৫৪.৩২০৫৬° উত্তর ১১৪.৭৮৭৭৮° পশ্চিম |
• উচ্চতা | ৬০৫ মিটার (১,৯৮৫ ফুট) |
'দ্য ফ্রিম্যান' নদী কানাডার আলবার্টা প্রদেশের পশ্চিম-মধ্য অঞ্চলের একটি ছোট নদী। নদীটি আলবার্টার বিগ লেকস কাউন্টিতে উৎপন্ন হয়ে আথাবাস্কা নদীতে মিশেছে। নদীটি উত্তর আলবার্টা অঞ্চলে আথাবাস্কা নদীর প্রথম উপনদী। ১৮০০ শতকে পশম ব্যবসায়ী প্রতিষ্ঠান হাডসন বে কোম্পানি অথবা নর্থ ওয়েস্ট কোম্পানিতে চাকরি করা ফ্রিম্যানের নামে নামকরণ করা হয়েছে,যিনি চাকরি ছেড়ে এ অঞ্চলে প্রাণী শিকার ও বধ করতেন।[১]
প্রবাহ
[সম্পাদনা]ফ্রিম্যান নদী আলবার্টা প্রদেশের বিগ লেকস কাউন্টির বনাঞ্চলের মধ্য হতে উৎপন্ন হয়েছে। উৎপত্তিস্থল হতে নদীর বেশীরভাগ প্রবাহ দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। আলবার্টা ৩২ মহাসড়ক এই নদীটির উপর দিয়ে অতিক্রম করেছে। নদীটি উল্লেখযোগ্য জ্বালানী তেল ও প্রাকৃতিক গ্যাসের উত্তোলন ক্ষেত্রের পাশ দিয়ে সোয়ান হিল শহরের কাছ দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর কিছু অংশ আলবার্টা প্রদেশের ৩৩ নং মহাসড়কের সমান্তরালে প্রবাহিত হয়ে ফোর্ট আসিনিবোইন শহরের নিকটে আথাবাস্কা নদীতে মিশেছে।[১]
বন্যা
[সম্পাদনা]ফ্রিম্যান নদীতে ১৯৭১ সালে বন্যা'র ইতিহাস আছে। ১৯৭১ সালের জুলাই মাসে ফ্রিম্যান নদীর বন্যায় ফোর্ট আসিনিবইন শহরের কাছে সেতু ভাসিয়ে নিয়ে যায়। এসময় তৎকালীন 'প্রভিন্সিয়াল ইকোলজি কর্পে' কর্মরত আলবার্টা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম বর্ষের বিজ্ঞানের ছাত্র সেতু ধসে নদীতে পরে মৃত্যু বরণ করেন।[২]
শাখা নদী
[সম্পাদনা]- মন্স হ্রদ
- লুইস নালী
- জুডি নালী
- ফ্রিম্যান নালী
- সারাহ নালী
- মোর্স নালী