ফ্রন্ট-এন্ড ওয়েব উন্নয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রন্ট-এন্ড লোগো

ফ্রন্ট-এন্ড ওয়েব উন্নয়ন, যে ডেভেলপার বা ওয়েব ডিজাইনার অঙ্কিত চিত্র বা পরিকল্পনা অনুসারে ওয়েবসাইটের দৃশমান স্ট্যাটিক ওয়েব পাতা তৈরী করে সেই ওয়েব উন্নয়নকারী বা বিকাশকারীকে ফ্রন্ট-এন্ড ওয়েব উন্নয়নকারী বলা হয়। একজন ফ্রন্ট-এন্ড ওয়েব উন্নয়নকারীর স্ট্যাটিক ওয়েব পাতা তৈরীর কলাকৌশল সম্পর্কে গভীর জ্ঞান থাকে।

একজন ফ্রন্ট-এন্ড ওয়েব উন্নয়নকারী ক্লায়েন্ট সাইড ভাষা (এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ) ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পৃষ্ঠা তৈরী করে থাকে। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপারের তৈরী স্ট্যাটিক ওয়েব পৃষ্ঠা অনুসরন করে ব্যাক-এন্ড ওয়েব উন্নয়নকারী ওয়েবসাইটের ব্যাক এন্ড তৈরী বা ডেভেলপ করে।

ফ্রন্ট-এন্ড বিকাশের জন্য ব্যবহৃত সরঞ্জাম[সম্পাদনা]

বেশ কয়েকটি সরঞ্জাম এবং প্ল্যাটফর্ম রয়েছে (ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো ইত্যাদি ..) যা কোনও ওয়েবসাইটের সামনের প্রান্তটি বিকাশের জন্য ব্যবহার করা যেতে পারে এবং নির্দিষ্ট কোন কাজের জন্য কোন সরঞ্জামগুলি সবচেয়ে উপযুক্ত তা বোঝা, একটি হ্যাক হওয়া সাইটের বিকাশ এবং একটি ভাল নকশার মধ্যে পার্থক্য চিহ্নিত করে, স্কেলেবল সাইট। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Codesido, Ivan (২৮ সেপ্টেম্বর ২০০৯)। "What is front-end development?"Theguardian.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯