ফো চু
অবয়ব
পো চু | |
---|---|
অবস্থান | |
দেশ | ভুটান |
জেলা | পুনাখা |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | তারিনা শো |
• অবস্থান | গাসা জেলা |
মোহনা | ব্রহ্মপুত্র |
অববাহিকার বৈশিষ্ট্য | |
সেতু | Pho Chhu Suspension Bridge |
[১]ফো চু হলো ভুটান-এর অন্যতম প্রধান নদী যা ভুটান ও তিব্বত সীমান্তে গাসা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে।এটি শুষ্ক মৌসুমে দ্রাতশাং লেন্টশোগের পুনাখা জং এর সঙ্গমস্থলে মো চু নদীর সাথে মিলিত হয়েছে। পরবর্তীতে নদীটি আসাম উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত বেশ কয়েকটি উপনদী দ্বারা মিলিত হওয়ার পরে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয় । [২] এই নদীর উৎসস্থল হিমবাহের জন্য অত্যন্ত সংবেদনশীল যা পুনাখা জং এর একটি অংশকেও ধ্বংস করে দিয়েছে ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Lower Pho Chhu"। Whitewater Guidebook (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১১।
- ↑ Wangdi, Rinzin; Windischgraetz, Michaela (২০১৯-০৬-০১)। "The Black-Slate Edict of Punakha Dzong" (ইংরেজি ভাষায়)। এসএসআরএন 3537406
|ssrn=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। ডিওআই:10.2139/ssrn.3537406।