বিষয়বস্তুতে চলুন

ফোবি রেজিও

স্থানাঙ্ক: ৬°০০′ দক্ষিণ ২৮২°৪৮′ পূর্ব / ৬° দক্ষিণ ২৮২.৮° পূর্ব / -6; 282.8
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফোবি রেজিও
ম্যাগেলান মহাকাশযান কর্তৃক ধারণকৃত অ্যাস্টেরিয়া রেজিও এবং ফোবি রেজিও। চিত্রটির উত্তর-পশ্চিমে অ্যাস্টেরিয়া রেজিও এবং দক্ষিণ-পূর্বে ফোবি রেজিও দেখাচ্ছে।
বৈশিষ্ট্যের ধরনরেজিও (অঞ্চল)
স্থানাঙ্ক৬°০০′ দক্ষিণ ২৮২°৪৮′ পূর্ব / ৬° দক্ষিণ ২৮২.৮° পূর্ব / -6; 282.8
ব্যাস2,852 KM
নামাঙ্কিতফোবি, গ্রীক টাইটানেস

ফোবি রেজিও হলো শুক্র গ্রহের একটি অঞ্চল। এটি অ্যাস্টেরিয়া রেজিওর দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

বিবরণ[সম্পাদনা]

এটি ২,৮৫২ কিলোমিটার (১,৭৭২ মা) ব্যাস বিশিষ্ট এবং এর স্থানাঙ্ক ৬° উত্তর ও ২৮২.৮° পূর্ব। এটি ভি৪১ চতুর্ভুজটির প্রধান বৈশিষ্ট্য, যা এটিকে এমন নামকরণ করেছে।[১] চারটি সোভিয়েত শুক্র অবতরণ যান, ভেনেরা ১১, ভেনেরা ১২, ভেনেরা ১৩ এবং ভেনেরা ১৪, ফোবি রেজিওর পূর্ব পার্শ্বে অবতরণ করে এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পাদন করে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Planetary names: Regio, regiones: Phoebe Regio on Venus"United States Geological Survey। অক্টোবর ১, ২০০৬। সংগ্রহের তারিখ জুন ৬, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]