ফের্ডিনান্ড গেয়র্গ ভাল্ডমুলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লণ্ঠন হাতে আত্ম-প্রতিকৃতি, ১৮২৫

ফের্ডিনান্ড গেয়র্গ ভাল্ডমুলার (জার্মান Ferdinand Georg Waldmüller) (১৭৯৩ সালের ১৫ জানুয়ারী ভিয়েনা শহরে জন্মগ্রহণ করেন এবং ১৮৬৫ সালের ২৩শে আগস্ট অস্ট্রিয়ার হিন্টারব্রুল (Hinterbrühl) শহরে মৃত্যুবরণ করেন) অস্ট্রিয়ার চিত্রশিল্পী এবং লেখক। ভাল্ডমুলার বিডারমাইয়ারের সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্রথিতযশা চিত্রকর ছিলেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

১৮০৭ সালে ভাল্ডমুলার ভিয়েনা চারুকলা অ্যাকাডেমিতে যোগদান করেন। তিনি ব্রাতিসলাভাতে বাস করতেন। ১৮১১ সালে তিনি ক্রোয়েশিয়ার কাউন্ট গুইলাইয়ের শিশুদের জন্য আঁকার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি ভিয়েনা অ্যাকাডেমিতে ফিরে আসেন এবং প্রতিকৃতি অঙ্কন শুরু করেন। ১৮১৪ সালে তিনি সংগীতশিল্পী কাথারিনা ওয়েডনারকে বিবাহ করেন। এরপরে তার সাথে সেট নকশাকারক হিসেবে একটি সফরে যান।[২]

Prater Landscape, 1830

১৮১৭ সালে তিনি ভিয়েনাতে ফিরে আসেন। এবং পুরাতন চিত্রশিল্পীদের চিত্র, প্রতিকৃতি, জীবন-যাপনের উপর নির্মিত চিত্র অনুকরণে সময় ব্যয় করতে থাকেন। ১৮২৩ সালে তিনি লুডভিগ ফান বেটহোফেনের একটি প্রতিকৃতি তৈরী করেন। ভাল্ডমুলার পরবর্তীতে প্রকৃতির উপর আকৃষ্ট হয়ে পরেন এবং প্রকৃতিনির্মিত চিত্র (প্রাকৃতিক দৃশ্যাবলি) অঙ্কন শুরু করেন। তার চিত্রগুলোর মধ্যে এটাই ফুটে উঠত যে প্রকৃতি-নির্মিত চিত্র অঙ্কনের জন্য প্রকৃতিকে গভীরভাবে জানা দরকার। এগুলো তার উল্লেখযোগ্য কাজ ছিল, যেখানে তার রং ব্যবহারের চিন্তা এবং প্রকৃতির উপর জ্ঞান তাকে একজন বিশেষজ্ঞের সমপর্যায়ের দক্ষতায় নিয়ে গিয়েছিল।

১৮১৯ সালে তিনি একাডেমী অফ ফাইন আর্টস ভিয়েনার অধ্যক্ষ হন। কিন্তু একাডেমীর যে কার্যক্রম; তার বিরুদ্ধে বক্তব্য রাখায় তিনি প্রতিষ্ঠানটির বিরোধের মুখে পরেন। তিনি মুলত সেখানে প্রকৃতিকে লক্ষ্য করে কাজ করার প্রতি আগ্রহী ছিলেন, এবং এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ভিয়েনার একাডেমীর আদর্শ চিত্র নিয়ে যে অফিসিয়াল মতবাদ ছিল, তার নিজস্ব মতবাদ ছিল এর সম্পূর্ণ বিপরীত। তিনি অঙ্কন শিক্ষার উপর তার কাজ প্রকাশ করার পর জোরপুর্বক ১৮৫৭ সালে তাকে অবসরে যেতে বাধ্য করা হয়। ১৮৬৩ সালে ভিয়েনার চিত্র জগতে প্রত্যাবর্তিত হওয়ার পুনরায় সুযোগ পান এবং ১৮৬৫ সালে নাইট উপাধি পান।[২]

বিয়েদারমেইয়ার যুগে ফের্ডিনান্ড গেয়র্গ ভাল্ডমুলার অন্যতম বিখ্যাত অস্ট্রীয় চিত্রকর ছিলেন।[৩] মানুষের চেহারা কেমন তা পুঙ্ক্ষানুপুঙ্ক্ষভাবে ফুটিয়ে তুলা, প্রাকৃতিক দৃশ্য দূরে বা কাছ থেকে দেখলে কেমন হবে তা নিখুঁতভাবে দেখানো, কাপড়ের বিন্যাসকে অসাধারণভাবে বর্ণনা করা অথবা সাধারণ জনজীবনকে অঙ্কন - এসবকিছুতে তার জুড়ি মেলা ভার ছিল, তার সমগ্র কাজ পরবর্তী চিত্রশিল্পী প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রাকৃতিক কাজের উপদেষ্টা হিসেবে এবং শিক্ষায়তনিক চিত্রের সমালোচক হিসেবে ভাল্ডমুলার তার সময়ের একজন অগ্রপুরুষ ছিলেন।[১]

ভাল্ডমুলার ১৮৬৫ সালের ২৩ আগস্ট অস্ট্রিয়ার হিন্টারব্রুল শহরে মৃত্যুবরণ করেন।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ferdinand Georg Waldmüller"। www.belvedere.at। ৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2015  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. Richard Rhoda Fine Art, Ferdinand Georg Waldmüller, (accessed 22-07-2014)
  3. "Ferdinand Georg Waldmuller Bibliography"। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১২ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]