ফেরদৌসী আহমেদ লিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফেরদৌসী আহমেদ লিনা
জন্ম১৯৫৭
মৃত্যু১৮ এপ্রিল ২০২০[১]
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৭৫-২০১৭

ফেরদৌসী আহমেদ লিনা (১৯৫৭-২০২০) একজন বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ছিলেন।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নেত্রকোণা সদরে পিতা মোস্তাক আহমেদ ও মাতা আবেদা আহমেদ এর ঘরে ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি মাধ্যমিক পাস করেন, উচ্চ-মাধ্যমিক পাস করেন ১৯৭৪ সালে। এরপর ১৯৯৬ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি-মিউজ এবং ১৯৯৮ সালে এমমিউজ সম্পন্ন করেন। তিনি ঢাকার রামপুরা উলনে বসবাস করতেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৭৫ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়ে শুরু। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’।[২][৩][৪] ২০১৩ সালে তিনি সর্বশেষ চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটক গুলির মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’। লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।[৫]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০২০ সালের ১৮ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন।[৬] তিনি কিডনি রোগে ভুগছিলেন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফেরদৌসী আহমেদ লিনাকে হারিয়ে শোকাহত তারকারা"jagonews24.com। ১৯ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ মে ৮, ২০২০ 
  2. "অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই"Risingbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  3. "না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা"Sarabangla.net। ২০২০-০৪-১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  4. "অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৯ 
  5. "চলে গেলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  6. "অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই"প্রথম আলো। ১৯ এপ্রিল ২০২০।