ফেজ (নৈশক্লাব)

স্থানাঙ্ক: ৪০°৪৩′৩৯″ উত্তর ৭৩°৫৯′৩৭″ পশ্চিম / ৪০.৭২৭৬৩৩° উত্তর ৭৩.৯৯৩৬৬৭° পশ্চিম / 40.727633; -73.993667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'ফেজ আন্ডার টাইম ক্যাফে' (সংক্ষেপে ফেজ নামে পরিচিত) নিউ ইয়র্ক শহরের নোহো জেলার লাফায়েট স্ট্রিট এবং গ্রেট জোন্স স্ট্রিটে সংযোগস্থলে অবস্থিত একটি নৈশক্লাব এবং রেস্তোরাঁ ছিল। ক্লাবটি ১৯৯২ সালে চালু হয়েছিল।[১] একসাথে ১৩০ জন লোককে পরিষেবা দিতে সক্ষম ক্লাবটি ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ক্লাবটি বন্ধ হয়ে যায়।[২] এটি রুফাস ওয়েনরাইট, স্টেলা, রিচার্ড ব্যারন, জোনাথন অ্যামস, কার্লি সাইমন, ক্রিস মিলস, রেট মিলার এবং জেফ বাকলে সহ অসংখ্য সঙ্গীতশিল্পী এবং কৌতুক অভিনেতাদের আতিথিয়তা দিয়েছে।[১][২]

জনপ্রিয় সংস্কৃতিতে[সম্পাদনা]

নিউইয়র্ক-ভিত্তিক সিটকম হাউ আই মেট ইওর মাদারের একটি পর্ব "দ্য বেস্ট বার্গার ইন নিউ ইয়র্ক"-এ ক্লাবটির উল্লেখ করা হয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fez under Time Cafe" (ইংরেজি ভাষায়)। Feznyc.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০ 
  2. হোরান, ক্যাথলিন (২০০৫-০৩-২৪)। "Goodbye to Fez" (ইংরেজি ভাষায়)। WNYC। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-৩০