ফুটবল ক্লাব মিচিল্যান
পূর্ণ নাম | ফুটবল ক্লাব মিচিল্যান | |||
---|---|---|---|---|
ডাকনাম | উলভিন (নেকড়ে) | |||
সংক্ষিপ্ত নাম | FCM | |||
প্রতিষ্ঠিত | ২ ফেব্রুয়ারি ১৯৯৯ | |||
মাঠ | এমসিএইচ এরিনা[১] | |||
ধারণক্ষমতা | ১১,৪৩২ | |||
মালিক | ম্যাথু বেনহ্যাম | |||
সভাপতি | রাসমুস আঙ্কারসেন | |||
প্রধান কোচ | ব্রায়ান প্রিস্কে | |||
লিগ | ডেনীয় সুপারলিগা | |||
২০১৯–২০ | ১ম (চ্যাম্পিয়ন) | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ফুটবল ক্লাব মিচিল্যান (সাধারণত এফসি মিচিল্যান, মিচিল্যান (ডেনীয়: [ˈmitjyˌlænˀ]) অথবা কেন্দ্রীয় জাটল্যান্ড নামে পরিচিত) হচ্ছে জাটল্যান্ড ভিত্তিক একটি ডেনীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে ডেনমার্কের শীর্ষ স্তরের ফুটবল লীগ ডেনীয় সুপারলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৯৯ সালের ২রা ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফুটবল ক্লাব মিচিল্যান তাদের সকল হোম ম্যাচ জাটল্যান্ডের এমসিএইচ এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১১,৪৩২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ব্রায়ান প্রিস্কে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রাসমুস আঙ্কারসেন। ডেনীয় রক্ষণভাগের খেলোয়াড় এরিক সভিয়াতচেঙ্কো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ফুটবল ক্লাব মিচিল্যান এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি ডেনীয় সুপারলিগা, ১টি ডেনীয় প্রথম বিভাগ এবং ১টি ডেনীয় কাপ শিরোপা রয়েছে।
অর্জন
[সম্পাদনা]- ডেনীয় সুপারলিগা
- প্রথম বিভাগ
- চ্যাম্পিয়ন (১): ১৯৯৯–২০০০
- ডেনীয় কাপ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০।
- ↑ "FC Midtjylland"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০।