ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ
পূর্ণ নাম | ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ | ||
---|---|---|---|
ডাকনাম | সিভেরিয়ানি (উত্তরাঞ্চলবাসী) | ||
প্রতিষ্ঠিত | ১৯৬০ | ||
মাঠ | স্তাদিওন ইয়ুরি গাগারিন | ||
ধারণক্ষমতা | ১২,০৬০ | ||
সভাপতি | ভলদিমির লেভিন ইলিখ | ||
ম্যানেজার | ওলেকসান্দ্র রয়াবকন | ||
লিগ | ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ | ||
২০১৯–২০ | ৪র্থ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ (ইউক্রেনীয়: Футбольний клуб Десна Чернігова; এছাড়াও এফসি দেসনা চেরনিহিভ অথবা দেসনা চেরনিহিভ নামে পরিচিত) হচ্ছে চেরনিহিভ ভিত্তিক একটি ইউক্রেনীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে ইউক্রেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ ইউক্রেনীয় প্রিমিয়ার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেসনা চেরনিহিভ তাদের সকল হোম ম্যাচ চেরনিহিভের স্তাদিওন ইয়ুরি গাগারিনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,০৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ওলেকসান্দ্র রয়াবকন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভলদিমির লেভিন ইলিখ। ইউক্রেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ভ্লাদিস্লাভ ওহিরিয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, দেসনা চেরনিহিভ এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ইউক্রেনীয় দ্বিতীয় লিগ শিরোপা।
অর্জন
[সম্পাদনা]- রানার-আপ (১): ২০১৬–১৭
- চ্যাম্পিয়ন (৩): ১৯৯৬–৯৭ (গ্রুপ এ), ২০০৫–০৬ (গ্রুপ এ), ২০১২–১৩ (গ্রুপ এ)
- রানার-আপ (৪): ২০০০–০১ (গ্রুপ সি), ২০০৩–০৪ (গ্রুপ সি), ২০০৪–০৫ (গ্রুপ সি), ২০১১–১২ (গ্রুপ এ)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ New Club formed for the 2010–11 season.
""Десна" буде грати! (Desna will play!)" (ইউক্রেনীয় ভাষায়)। ua.football। ২০১০-০৭-২০। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-২৭।
আরও পড়ুন
[সম্পাদনা]- Муха, Віктор (২০১০)। Піввіку "Десни"। Чернігів: Видавець Лозовий В.М.। আইএসবিএন 978-966-2482-28-7।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইউক্রেনীয়)
টেমপ্লেট:ফুটবল ক্লাব দেসনা চেরনিহিভ টেমপ্লেট:ইউক্রেনীয় প্রিমিয়ার লিগ