ফুকুই বিশ্ববিদ্যালয়

স্থানাঙ্ক: ৩৬°০৪′৩৭″ উত্তর ১৩৬°১২′৪৩″ পূর্ব / ৩৬.০৭৬৯৪° উত্তর ১৩৬.২১১৯৪° পূর্ব / 36.07694; 136.21194
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফুকুই বিশ্ববিদ্যালয়
福井大学
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৪৯
সভাপতিমিৎসুফুমি মায়ুমি[১]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১,৭৯৮ (২০১৬ সালের হিসেবে)
স্নাতক৪,০৮৩ (২০১৬ সালের হিসেবে)
স্নাতকোত্তর৯৯৪ (২০১৬ সালের হিসেবে)
অবস্থান, ,
মাসকটনেই
ওয়েবসাইট[১]
মানচিত্র

ফুকুই বিশ্ববিদ্যালয় (福井大学, Fukui Daigaku, সংক্ষেপে 福大 Fukudai) হলো জাপানের একটি জাতীয় বিশ্ববিদ্যালয় যা জাপানের ফুকুইতে অবস্থিত।

ইতিহাস[সম্পাদনা]

ফুকুই বিশ্ববিদ্যালয় ১৯৪৯ সালে ফুকুই প্রিফেকচারে এই তিনটি জাতীয় কলেজকে একীভূত করে প্রতিষ্ঠিত হয়েছিল: ফুকুই নরমাল স্কুল (福井師範学校, Fukui shihan gakkō, ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত) , ফুকুই নরমাল স্কুল ফর ইউথ (福井青年師範学校, Fukui seinen shihan gakkō, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত) এবং ফুকুই টেকনিক্যাল কলেজ (福井工業専門学校, Fukui kōgyō semmon gakkō, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত)

বিশ্ববিদ্যালয়টিতে প্রথমে দুটি অনুষদ ছিল: লিবারেল আর্টস অনুষদ এবং প্রকৌশল অনুষদ।

  • ১৯৬৬: লিবারেল আর্টস অনুষদের নতুন নামকরণ করা হয় শিক্ষা অনুষদ।
  • ১৯৮৩: ফুকুই ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯৯: শিক্ষা অনুষদের নাম পরিবর্তন করে শিক্ষা ও আঞ্চলিক অধ্যয়ন অনুষদ রাখা হয়।
  • ২০০৩: ফুকুই ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স (福井医科大学, Fukui Ika Daigaku) মেডিকেল সায়েন্স অনুষদ গঠনের জন্য ফুকুই বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করা হয়েছিল এবং তারপরে ফুকুই ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্স হসপিটালের নামকরণ করা হয় ফুকুই বিশ্ববিদ্যালয় হাসপাতাল।

স্কুল এবং গ্র্যাজুয়েট স্কুল[সম্পাদনা]

ফুকুই বিশ্ববিদ্যালয়ের ৪টি স্নাতক বিদ্যালয় (学部) এবং ৩টি স্নাতকোত্তর বিদ্যালয় (大学院研究科) রয়েছে।

স্নাতক স্কুল[সম্পাদনা]

  • স্কুল অফ এডুকেশন (教育学部)
  • স্কুল অফ ইঞ্জিনিয়ারিং (工学部)
  • স্কুল অফ গ্লোবাল অ্যান্ড কমিউনিটি স্টাডিজ (国際地域学部)
  • মেডিকেল সায়েন্স স্কুল (医学部)

স্নাতকোত্তর স্কুল[সম্পাদনা]

  • গ্রাজুয়েট স্কুল অফ এডুকেশন (大学院教育学研究科)
  • গ্রাজুয়েট স্কুল অফ ইঞ্জিনিয়ারিং (大学院工学研究科)
  • মেডিকেল সায়েন্সের স্নাতক স্কুল (大学院医学系研究科)

ক্যাম্পাস[সম্পাদনা]

ফুকুই বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার গেট
  • Bunkyo (文京, Bunkyō) ক্যাম্পাস
শিক্ষা, প্রকৌশল, গ্লোবাল এবং কমিউনিটি স্টাডিজ
  • Matsuoka (松岡, Matsuoka) ক্যাম্পাস
চিকিৎসা বিজ্ঞান
  • Tsuruga (敦賀, Tsuruga) ক্যাম্পাস
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং গবেষণা ইনস্টিটিউট

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]