ফিডার শিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিডার শিপ সাররাহ

ফিডার ভ্যাসেল বা ফিডার শিপ (ফিডার জাহাজ) বিভিন্ন আকারের হয়ে থাকে, কিন্তু বেশিরভাগই সমুদ্রগামী কন্টেইনার জাহাজ হয়ে থাকে যার গড় বহন ক্ষমতা ৩০০ কুড়ি ফুট সমতুল্য একক(টিইইউ) থেকে ১০০০ টিইইউ। ফীডার শিপ বিভিন্ন বন্দর থেকে শিপিং কন্টেইনার সংগ্রহ করে এবং সেগুলি কেন্দ্রীয় কনটেইনার টার্মিনালে পরিবহন করে। পরবর্তিতে যা বড় জাহাজে বোঝাই করা হয় অথবা ট্রাক বা রেল এর সাহায্যে বন্দরের বাইরে নেওয়া হয়। প্রধানত ফিডার শিপ হাজারো কন্টেইনার বহনকারী বড় শিপ (লাইনার) কে জোগান দিয়ে থাকে। ফিডার শিপ পূর্ব পরিকল্পিত একটি নির্দৃষ্ট কক্ষে সারা বছর যোগাযোগ রক্ষা করা থাকে। ফিডার শিপ সাধারণত ছোট সমুদ্র পরিবহন পরিচালনাকারী সংস্থার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়।

ইয়াং চি কিয়াং এ ভেসে থাকা কন্টেইনার জাহাজ
হুগলি নদীতে কলকাতাগামী কন্টেইনারবাহী ফিডার জাহাজ – এসএসএল চেন্নাই

বড় হ্রদসমূহে[সম্পাদনা]

ফিডার জাহাজ এর শ্রেণীবিন্যাস[সম্পাদনা]

কন্টেইনার জাহাজ কে সাধারণত আকৃতি ও ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে ৭টি ভাগে ভাগ করা হয়ঃ ছোট ফিডার, ফিডার, ফিডারম্যাক্স, প্যনাম্যাক্স, পোষ্ট-প্যানাম্যাক্স, নিউ প্যানাম্যাক্স এবং আলট্রা-লার্জ[১]।সাধারণত সর্বোচ্চ্য ৩,০০০ টিইইউ ধারণক্ষমতা সম্পন্ন কন্টেইনার জাহাজ কে ফিডার ভ্যাসেল বলা হয়।

আরো দেখুন[সম্পাদনা]

কন্টেইনার জাহাজ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. MAN Diesel, 2009, p.6.