ফারাজ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফারাজ
প্রাক- প্রদর্শনী পোস্টার
পরিচালকহংসল মেহতা
প্রযোজক
রচয়িতা
উৎস জুলাই ২০১৬ ঢাকা আক্রমণ,হলি আর্টিজান
শ্রেষ্ঠাংশে
রেশম সাহানি
চিত্রগ্রাহকপ্রথম মেহতা
সম্পাদকঅমিতেশ মিতেশ মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
দেশভারত
ভাষা
  • হিন্দি
  • ইংরেজি

ফারাজ ২০২২ সালের একটি ভারতীয় হিন্দি-ভাষীয় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করেছে হংসল মেহতা এবং প্রযোজনা করেছে টি-সিরিজ ও বেনারস মিডিয়া ওয়ার্কস। এ চলচ্চিত্রের মাধ্যমে জুহি বব্বর, আমির আলি, পল্লক লালওয়ানি, আদিত্য রাওয়াল এবং জাহান কাপুরসহ ছয়জন নবাগত অভিনেতা তাদের অভিষেক ঘটাচ্ছেন। এটি হলি আর্টিসান বেকারিরতে জুলাই ২০১৬ ঢাকা আক্রমণের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি ২০২২ সালের ১৫ অক্টোবর লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল[১] এবং ৩রা ফেব্রুয়ারি ২০২৩- এ ভারতে মুক্তি পায়।[২]

অভিনয়ে[সম্পাদনা]

  • জুহি বাব্বর
  • আমির আলী
  • আদিত্য রাওয়াল]
  • পল্লক লালওয়ানি
  • ফারাজ হোসেন চরিত্রে জাহান কাপুর
  • শচীন লালওয়ানি
  • যতীন সরীন
  • নিনাদ ভাট
  • হর্ষাল পাওয়ার
  • রেশহাম সাহানি
  • অভিরামী বোস

নির্মাণ[সম্পাদনা]

২০২১ সালের ৫ আগস্ট, পরিচালক হংসল মেহতা তার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ফারাজ-এর কথা প্রকাশ করেন। অভিজ্ঞতা সিনহা এবং ভূষণ কুমারের সাথে তিনি এটি যৌথ প্রযোজনা করেন। এটি বাংলাদেশে জুলাই ২০১৬ সালে হলি আর্টিজান বেকারিতে হামলা চিত্রিত করে নির্মিত। নবাগত আদিত্য রাওয়াল, জাহান কাপুর, শচীন লালওয়ানি, যতীন সরিন, নিনাদ ভাট, হর্ষাল পাওয়ার, পলক লালওয়ানি এবং রেশহাম সাহানি এই ছবিতে অভিনয় করেন।[৩]

২০২১ সালের ১৫ আগস্ট চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শেষ হয়।[৪]

মুক্তি[সম্পাদনা]

২০২২ সালের ১৫ অক্টোবর, লন্ডন চলচ্চিত্র উৎসবের 'থ্রিল' বিভাগে ছবিটির প্রিমিয়ার হয়[৫] এবং ৩রা ফেব্রুয়ারি ২০২৩-এ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬]

সঙ্গীত[সম্পাদনা]

"মুসাফির কো ঘর হে আনা হ্যায়"
সমীর রাহাত, বিদ্যা গোপাল কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত২৭ জানুয়ারি ২০২৩ (2023-01-27)[৭]
লেবেল টি-সিরিজ
গান লেখকসমীর রাহাত
প্রযোজকসিদ্ধার্থ পণ্ডিত
সঙ্গীত ভিডিও
ইউটিউবে ফারাজ - গান

চলচ্চিত্রের সর্বমোট একটি গান ছিল। "মুসাফির কো ঘর হে আনা হ্যায়" নামের উক্ত গানটি লিখেছেন এবং সুর করেছেন সমীর রাহাত।

বিতর্ক[সম্পাদনা]

চলচ্চিত্রটি মুক্তির আগে ২০২২ সালে হোলি আর্টিজান হামলায় নিহতদের অন্যতম অবিন্তা কবিরের মা রুবা আহমেদ অভিযোগ করেন যে তার নিহত মেয়ের গোপনীয়তা লঙ্ঘন করে, পরিবারের কোনও সম্মতি না নিয়ে এবং ভুল তথ্য উপস্থাপন করে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটির মুক্তিতে স্থাগিতাদেশ চেয়ে তিনি ভারতে মামলা করেন, তবে অক্টোবরে দিল্লি উচ্চ আদালতের একক বিচারপতির বেঞ্চ চলচ্চিত্রটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। প্রায় তিন মাস ধরে শুনানির পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের বেঞ্চ চলচ্চিত্রটির মুক্তির উপর স্থাগিতাদেশ জারি করতে অস্বীকার করে রায় দেন ও একই সাথে চলচ্চিত্রের শুরুতে "দাবিত্যাগ" যোগ করতে শর্ত জুড়ে দেন।[৮]

চলচ্চিত্রটি মুক্তির পর, ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সকল সিনেমা হলে ও সব ধরনের অনলাইন প্ল্যাটফর্মে ‘ফারাজ’ মুক্তি না দেয়ার নির্দেশনা চেয়ে অবিন্তা কবিরের মা রুবা আহমেদ রিট করেন। ২০ ফেব্রুয়ারি ঢাকার উচ্চ আদালত তার পক্ষে রায় দেয় ও বাংলাদেশে চলচ্চিত্রটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা প্রদান করে।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ramachandran, Naman (১১ অক্টোবর ২০২২)। "Zahan Kapoor on Debuting With Hansal Mehta, Anubhav Sinha's BFI London Film Festival Title 'Faraaz' (EXCLUSIVE)"Variety। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩ 
  2. "Faraaz: Hansal Mehta shares poster of his next film, based on our 'polarised times'"Hindustan Times। ৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩ 
  3. "Hansal Mehta reveals his next film titled Faraaz, watch its first look"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১ 
  4. "Hansal Mehta completes filming for 'Faraaz'"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১ 
  5. "BFI London Film Festival 2022 unveils full line-up"Screen (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১ 
  6. "Hansal Mehta's 'Faraaz' to release in theatres in February"ডেকান হেরাল্ড (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১ 
  7. "Musafir Ko (From Faraaz)"। Jio Saavn। ২৭ জানুয়ারি ২০২৩। 
  8. "হোলি আর্টিজানের হামলা নিয়ে বলিউড সিনেমা 'ফারাজ' শর্তসাপেক্ষে মুক্তি দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ"বিবিসি বাংলা। ২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. "'ফারাজ' সিনেমা প্রচার প্রদর্শনে নিষেধাজ্ঞা"সমকাল। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]