ফাইদি আল-আলামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেরুজালেমে ফাইদি আল-আলামি, সঙ্গে তার দুই সন্তান না'মাইট এবং মূসা

ফাইদি আল-আলামি (আরবি: فيضي العلمي) ১৯০৬ থেকে ১৯০৯ সাল পর্যন্ত জেরুজালেমের মেয়র ছিলেন। ১৯১৪ সালে উসমানীয় সংসদে শহরের প্রতিনিধিত্ব করার জন্য তাকে নির্বাচিত করা হয়। তার বাবা মূসা আল-আলামিও শহরের মেয়র ছিলেন।[১]

তার ছেলে মূসা আল-আলামি ব্রিটিশ আইনের অধীনে ফিলিস্তিনের সহকারী অ্যাটর্নি-জেনারেল ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Meron Benvenisti (১৯৯৬)। City of Stone: The Hidden History of Jerusalemবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন। University of California Press। আইএসবিএন 0-520-20768-8