ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ
সরকারি প্রশিক্ষণ সংস্থা রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৯৭ |
সদর দপ্তর | সুগন্ধা, ২২ বেইলি রোড, ঢাকা-১২০৫ |
মূল বিভাগ | পররাষ্ট্র মন্ত্রণালয় |
ওয়েবসাইট | fsa |
ফরেন সার্ভিস একাডেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিসের পররাষ্ট্র কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি।[১] [২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮০-এর দশকে,পররাষ্ট্র কর্মকর্তাদের বিদেশ বিষয়ক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যা পরে বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির সাথে একত্র করা হয়েছিল। পররাষ্ট্র কর্মকর্তাদের বিশেষায়িত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার স্বীকৃতি পাওয়ার পরে ফরেন সার্ভিস একাডেমি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[৩] একাডেমি ১৯৯৭ সালের ১লা জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।[৪] ১৯শে এপ্রিল ২০১৯ সালে,ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ গণহত্যার স্মরণে একটি জেনোসাইড কর্নার উদ্বোধন করেছিল।[৫]
সদর দপ্তর
[সম্পাদনা]একাডেমীটি একটি ঐতিহাসিক ঔপনিবেশিক যুগের প্রাসাদ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯৬০ এর দশকে, রানী দ্বিতীয় এলিজাবেথ এই ভবনে অবস্থান করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রাসাদটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে রূপান্তরিত হয়। ১৯৯৬ সালে, এটি ফরেন সার্ভিস একাডেমির সদর দপ্তরে পরিণত হয়।[৩] [৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh Foreign Service Academy concludes international course on foreign affairs, diplomacy"। bdnews24.com। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।
- ↑ "Indian officers visit Foreign Service Academy"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।
- ↑ ক খ "About Foreign Service Academy"। mofa.portal.gov.bd/। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।
- ↑ ক খ গোলাম মোস্তাকিম (২০১২)। "ফরেন সার্ভিস একাডেমী"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "Genocide Corner at Foreign Service Academy"। New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৯।