বিষয়বস্তুতে চলুন

ফজলুর রহমান (কিশোরগঞ্জের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীআলমগীর হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্মমো. ফজলুর রহমান
কিশোরগঞ্জ জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল,
বাংলাদেশ আওয়ামী লীগ,
কৃষক শ্রমিক জনতা লীগ

ফজলুর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য[][] কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিদ্ধি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিদ্ধি ইউনিয়নের করণসি গ্রামে জন্মগ্রহণ করেন।[][]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

ফজলুর রহমান একজন আইনজীবী। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।তিনি কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বে ছিলেন।[]

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সম্মিলিত বিরোধী দলের হয়ে তৎকালীন কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৫ আসন থেকে।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৫ আসন থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।

তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এর পর চারদলীয় জোট সরকারের শেষ দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন তিনি।[]

তিনি ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসন থেকে পরাজিত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "আ.লীগে আবারও ফেরার প্রশ্নে যা বললেন বিএনপির ফজলুর রহমান"যুগান্তর। ১৪ আগস্ট ২০২৪। 
  3. "বিএনপি নেতা ফজলুর রহমানের হস্তক্ষেপে রক্ষা পেল আবদুল হামিদের বাড়ি"banglanews24.com। ১৪ আগস্ট ২০২৪। 
  4. "ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে"প্রথম আলো। ৩ জুলাই ২০২৩। 
  5. "নৌকা-ধানের শীষে ভোটে লড়েছেন, তারা ছিলেন ছাত্রলীগের সভাপতি"Dhakatimes News। ৩১ জানুয়ারি ২০২২। 
  6. "বিএনপির মনোনয়ন পেলেন ফজলুর ও শরীফুল আলম"প্রথম আলো। ২৮ নভেম্বর ২০১৮। 
  7. "ফজলুর রহমান (কিশোরগঞ্জ)"দৈনিক প্রথম আলো। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০