প্রসন্নচন্দ্র ন্যায়রত্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রসন্নচন্দ্র ন্যায়রত্ন (১২২৩ — ১১ বৈশাখ, ১২৯৭) একজন বাঙালী সংস্কৃত পণ্ডিত ও ন্যায়শাস্ত্রবিদ।

অবদান[সম্পাদনা]

ন্যায়রত্ন নদীয়া জেলার নবদ্বীপ বিল্বপুষ্করিণীতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পিতাও ছিলেন বিশিষ্ট ঠাকুরবংশজাত পণ্ডিত, রামতনু বিদ্যাবাচস্পতি বন্দ্যোপাধ্যায়।[২] নবদ্বীপের বিখ্যাত নৈয়ায়িক শ্রীরাম শিরোমণির কাছে ন্যায়শাস্ত্র পাঠ করেন প্রসন্নচন্দ্র। তার বাড়িতে চতুষ্পাঠী ছিল যেখানে অধ্যয়নের জন্য সারা দেশ থেকে বিভিন্ন প্রদেশের ছাত্রেরা আসতেন। কলকাতার সংস্কৃত কলেজের নৈয়ায়িক অধ্যাপকের পদ পেয়েও তিনি তা গ্রহণ করেন নি। ১৮৮৭ সালে প্রসন্নচন্দ্র মহামহোপাধ্যায় উপাধি পান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Aajbangla (২০২১-১২-১১)। "হিন্দুধর্মের পীঠস্থান নবদ্বীপ - Aaj Bangla Bengali News"Aaj Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১২ 
  2. Bhaṫṫācārya, Hemacandra (১৯৭৩)। Baṅgiẏa # jibani। Pragati Prakāśanī। 
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩১৪।