বিষয়বস্তুতে চলুন

প্রসন্নচন্দ্র তর্করত্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রসন্নচন্দ্র তর্করত্ন নবদ্বীপের একজন বিশিষ্ট শ্রেষ্ঠ পণ্ডিত।[][][] ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি নবদ্বীপে টোলে পণ্ডিত ছিলেন।[] এছাড়াও নবদ্বীপের রাজপুরোহিত বংশীয় একজন প্রধান পণ্ডিতও ছিলেন। তিনি গােলােকনাথ ন্যায়রত্নের ছাত্র ছিলেন।[]

কর্ম জীবন

[সম্পাদনা]
প্রসন্নচন্দ্র তর্করত্নের পাকাটোলের পুরোনো আলোকচিত্র, নবদ্বীপ

তিনি নবদ্বীপ মহাবিদ্যালয়ের কাছে টোল স্থাপন করে শিক্ষকতা করতেন। পরে লক্ষৌয়ের বাবুলাল নামে একজন ধনী ব্যক্তি তার টোলটি পাকা ইমারতের তৈরী করে দিয়েছিলেন।[] তারপর থেকে এটিই নবদ্বীপের পাকাটোল' নামে বিখ্যাত।[] এই টোলে মিথিলা, দিল্লী, লাহোর, মাদ্রাজ, পুরী প্রভৃতি বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে অধ্যয়ন করেন।[][][] তার আবাসিক ১৪ জন ছাত্রদের মধ্যে ৫ জন দিল্লি ও লাহোর থেকে, মিথিলা থেকে ৬ জন, দুই জন পুরী এবং একজন তামিলনাড়ু থেকে এসে পড়াশোনা করতেন।[১০][১১]

এছাড়াও নবদ্বীপ পৌরসভা প্রতিষ্ঠার সময় উপস্থিত এগারো জন সভ্যের মধ্যে তিনিও একজন সভ্য।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sanajaoba, Naorem (১৯৮৮)। Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization (ইংরেজি ভাষায়)। Mittal Publications। আইএসবিএন 9788170998532 
  2. নবদ্বীপচন্দ্র বিদ্যারত্ন গোস্বামি ভট্টাচাৰ্য্য। আমতণ্ডূল নৈবেদ্য দিয়া বিষ্ণুপূজা হইতে পারে কি না এতদ্বিষয়ক বিচার। পৃষ্ঠা ৯২। 
  3. শশিভূষণ বিদ্যালঙ্কার (১৯৩৬)। জীবনীকোষ। পৃষ্ঠা ১৪১৫। 
  4. হান্টার, স্যার উইলিয়াম উইলসন (১৯৭৩)। A Statistical Account of Bengal: Districts of Nadia and Jessore (ইংরেজি ভাষায়)। ডি. কে. পাবলিশিং হাউস। 
  5. বসু, অঞ্জলি; গুপ্ত, সুবোধ চন্দ্র সেন (২০১০)। সংসদ বাঙালি চরিতাভিধান: প্রায় চার সহস্রাধিক জীবনী-সংবলিত আকর গ্রণ্থ. প্রথম খন্ড। সাহিত্য সংসদ। আইএসবিএন 9788179551356 
  6. এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল (১৮৬৭)। Proceedings of the Asiatic Society of Bengal। লন্ডন প্রাকৃতিক ইতিহাস যাদুঘর গ্রন্থাগার। কলকাতা। 
  7. কমিশনার, ভারতের জনগণনা (১৯৫৩)। District Handbooks: West Bengal (ইংরেজি ভাষায়)। এস. এন. গুহ রয়। 
  8. রাড়ি, কান্তিচন্দ্র (২০০৪)। নবদ্বীপ মহিমা। নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ। 
  9. notes, Willis's Current (১৮৬৮)। Willis's Current notes (ইংরেজি ভাষায়)। 
  10. THE COMMUNICATION OF THE SHASTRIYA CULTURAL TRADITION [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. Journal Of The Madras University,vol.28,no.2(january)। ১৯৫৭। 
  12. মন্ডল, মৃত্যুঞ্জয় (২০১৩)। নবদ্বীপের ইতিবৃত্ত। নবদ্বীপ সাহিত্য সমাজ। পৃষ্ঠা ৩৪৯।