প্রশিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রশিকা
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র
গঠিত১৯৭৬; ৪৮ বছর আগে (1976)
প্রতিষ্ঠাস্থানবাংলাদেশ
ধরনএনজিও
আলোকপাতঅর্থনৈতিক স্বনির্ভরতা
সদরদপ্তরপ্রশিকা ভবন, মিরপুর
অবস্থান
পদ্ধতিসমূহপ্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ক্ষুদ্র ঋণ, সাক্ষরতা, আইনি সহায়তা
ওয়েবসাইটproshikabd.com

প্রশিকা (প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র) ১৯৭৬ সালে সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ডাক্তার কাজী ফারুক আহমেদ প্রতিষ্ঠিত একটি বাংলাদেশ ভিত্তিক সংস্থা, যা স্থানীয় সংগঠনের একটি নেটওয়ার্কের মাধ্যমে দারিদ্রদের মধ্যে স্বনির্ভরতা বৃদ্ধিতে কাজ করে। বর্তমান চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম।[১] প্রশিকার গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলির মধ্যে রয়েছে: বিভিন্ন স্তরে দরিদ্রদের জনসংগঠন নির্মাণ; আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে দরিদ্র জনগণকে স্বনির্ভর করে তোলা; সর্বজনীন শিক্ষা; মানবিক উন্নয়ন ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ; স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ; নারীর সমন্বিত ও বহুমুখি উন্নয়ন; জৈবকৃষি উন্নয়ন; সেচ ও উন্নত কৃষি-প্রযুক্তি সেবা প্রদান; মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন; সামাজিক বনায়ন; জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা; গণসংস্কৃতির বিকাশ ও তার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি; দুর্যোগ ব্যবস্থাপনা; এবং মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মসূচি। [২]

ইতিহাস[সম্পাদনা]

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, মানিকগঞ্জ

কাজী ফারুক আহমেদ ১৯৭৬ সালে প্রশিকা প্রতিষ্ঠা করেন। তিনি দুর্ভিক্ষগ্রস্থ উত্তরবঙ্গে কাজ করার সময় দেখতে পান যে বাজারে খাবারের ঘাটতি থাকায় দরিদ্র মানুষেরা খাদ্য কিনতে পারছিল না এবং ফলস্বরূপ অনাহারে তারা মারা যাচ্ছে। তিনি লক্ষ করেন যে এই গুরুতর অবিচারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে না। এই অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে দারিদ্র্য ও দুর্ভিক্ষের কারণে দারিদ্র লোকদের তাদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা নেই। দরিদ্রের অর্থনৈতিক শক্তি নেই এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা নেই। এই উপলব্ধি হতে তিনি বিশ্বাস করেছিলেন যে দরিদ্ররা অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের প্রক্রিয়াতে জড়িত থাকলে আসল দারিদ্র্য বিমোচনের ঘটনা ঘটবে। আয় বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির কর্মসূচি, তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়িয়ে তুলবে। প্রশিক্ষণ ও শিক্ষার কার্যক্রমগুলি তাদের সচেতনতা এবং সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি করবে, যা সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং দরিদ্র ও প্রান্তিক মানুষ তাদের অধিকার অর্জনের উদ্যোগ নিতে পারবে। এই লক্ষ্যে ডঃ কাজী ফারুক আহমেদ প্রশিকা প্রতিষ্ঠা করেছিলেন।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. শামসুল হুদা (২০১২)। "প্রশিকা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. Proshika Manobik Unnayan Kendra (Bangladesh) - Qazi Khaze Alam, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা