প্রলোভনকারী
প্রলোভনকারী | |
---|---|
ফরাসি: Le Séducteur | |
![]() | |
শিল্পী | রেনে ম্যাগ্রিট |
বছর | ১৯৫০ |
আন্দোলন | পরাবাস্তববাদ |
আয়তন | ৩৮ সেন্টিমিটার × ৪৬ সেন্টিমিটার (১৫ ইঞ্চি × ১৮ ইঞ্চি) |
প্রলোভনকারী (ফরাসি: Le Séducteur, উত্তেজক নামেও পরিচিত)[১] বেলজিয় চিত্রকর রেনে ম্যাগ্রিট কর্তৃক অঙ্কিত পরাবাস্তব চিত্রকর্ম। ম্যাগ্রিট চিত্রটির তিনটি সংস্করণ অঙ্কন করেছিলেন। প্রথমটি ১৯৫০ সালে আঁকা হয়,[২] দ্বিতীয়টি ১৯৫১ সালে[৩] এবং তৃতীয়টি বেলজিয়ামের ব্রাসেলসে ১৯৫৩ সালে আঁকা হয়।[২] ১৯৫০ সালের চিত্রটি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভারজিনিয়ার চারুকলা যাদুঘরে এবং শেষ অঙ্কিত চিত্রটি একজনের ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত।[২]
বর্ণনা[সম্পাদনা]
চিত্রটি ৩৮ সেমি × ৪৬ সেমি (১৫ ইঞ্চি × ১৮ ইঞ্চি) ক্যানভাসে গাঢ় নীল ও হালকা আকাশী নীল রঙের পটভূমিতে অঙ্কিত। চিত্রে নীল মেঘময় উজ্জ্বল আকাশের বিপরীতে সমুদ্রে ভাসমান সম্পূর্ণ পাল তোলা নৌযানের প্রতিকৃতি চিত্রায়িত হয়েছে। নৌযানের প্রতিকৃতি সমুদ্রের ঢেউয়ে পরিপূর্ণ।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Le Séducteur (The Tempter)"। Magritte Gallery। ১৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ গ Haber, John। "The Seduction of Modern Art"। Haberarts.com। ২৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Magritte's 1949-1960 Gallery"। Matteson Art। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩। Includes reproductions of five versions of the painting.