প্রবেশদ্বার আলোচনা:মার্শাল আর্ট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রবেশদ্বারের background বা পটভূমিতে "কমলা" রঙ দেয়ায় দেখতে সুন্দর লাগছে না। আমি এই চিহ্নের উপর ভিত্তি করে প্রবেশদ্বারের রঙ শুধুমাত্র সাদা ও কালো ডিজাইন করেছিলাম, সেটিতেই ফেরত আসতে চাচ্ছি। --লিমন ২২:৪৯, ২৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

কারাতের উপর প্রবেশদ্বার তৈরি করার ইচ্ছা আছে যেটার রঙ আপনি শুধুমাত্র সাদা ও কালো ডিজাইন যেভাবে করেছিলেন হুবহু সেরকমই। কিছু কিছু মার্শাল আর্টসে কমলা এবং কিছু কিছু মার্শাল আর্টসে নীল ড্রেস (জুডো, ভভিনাম) ব্যবহিত হয় বিধায় আমি কমলা দিয়েছি। আপনি নীল এবং কমলা মিশ্রিত করে বা শুধু নীল বা কমলা দিয়ে বা এই দুটো রঙ ব্যবহার করে চেষ্টা করেন একটু সুন্দর করতে। ভবিষ্যতে যে প্রবেশদ্বার গুলো তৈরি করতে চাই তার একটা লিস্ট দিবোনি। পছন্দ মত আমরা দুজনে মিলে তৈরি করব। কি বলেন?(Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:১৬, ২৭ আগস্ট ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]
নতুন রঙ দিয়ে যাতে সুন্দর লাগে এই রকম করার চেষ্টা করব। --লিমন ২২:৪৫, ২৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:০৩, ২৮ আগস্ট ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]