প্রবেশদ্বার:ভারত/নির্বাচিত চিত্র/৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টোডা জাতির ঐতিবাহী বাস স্থান
টোডা জাতির ঐতিবাহী বাস স্থান
কৃতিত্ব: Pratheepps
টোডা জনগোষ্ঠীর ঐতিবাহী কুটির। সামনের দেয়লের নকশা এবং ছোট্ট দরজাটি লক্ষণীয়। এদের দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন নীলগিরি পাহাড়গুলোয় বসবাস করতে দেখা যায়। ২০ শতকে এই দ্রাবিড় জাতির জনসংখ্যা ছিল মাত্র ৭০০ থেকে ৯০০ জন।