বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:অর্থনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রবেশদ্বার:ব্যবসা ও অর্থনীতি থেকে পুনর্নির্দেশিত)
অর্থনীতি প্রবেশদ্বার
অর্থনীতি প্রবেশদ্বারে আপনাকে স্বাগতম

অর্থনীতি বলতে উৎপাদন, বণ্টন, বাণিজ্য এবং পণ্য ও পরিষেবার ভোগের ক্ষেত্রকে বোঝায় । সাধারণভাবে এটি একপ্রকার সামাজিক ক্ষেত্র হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা সম্পদের উৎপাদন, ব্যবহার ও ব্যবস্থাপনার সাথে যুক্ত রীতি, বক্তৃতা ও বস্তুগত অভিব্যক্তির উপর জোর দেয়। কোনো প্রদত্ত অর্থনীতি প্রক্রিয়াগুলির একটি সংকলন, যেখানে সংস্কৃতি, মূল্যবোধ, শিক্ষা, প্রযুক্তিগত বিবর্তন, ইতিহাস, সামাজিক সংগঠন, রাজনৈতিক কাঠামো, আইন ব্যবস্থা ও প্রাকৃতিক সম্পদ এর মূল উপাদান। এই উপাদানগুলি প্রসঙ্গ, বিষয়বস্তু দেয় এবং কোনো অর্থনীতির কার্যকলাপের শর্ত ও পরামিতিগুলি নির্ধারণ করে। অন্যভাবে বলতে গেলে, অর্থনীতি হল আন্তঃসম্পর্কিত মানুষের চর্চা এবং লেনদেনের একটি সামাজিক ক্ষেত্র যা নিজে স্বতন্ত্র নয়।

বাছাই করা নিবন্ধ

বাংলাদেশের অর্থনীতি একটি নিম্ন আয়ের উন্নয়নশীল এবং স্থিতিশীল অর্থনীতি। ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশ অর্থনীতিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের তৈরি পোষাক শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পের মধ্যে অন্যতম। বাংলাদেশ বর্ধিত জনসংখ্যার অভিশাপ সত্ত্বেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এর মূল কারণ হচ্ছে অভ্যন্তরীন উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে।

বিস্তারিত

নির্বাচিত জীবনী

মনমোহন সিং একজন ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আমলা। তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট লাভ করার পর মনমোহন ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত জাতিসংঘের কাজ করেছিলেন। পরে ললিত নারায়ণ মিশ্র তাঁকে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছিলেন। ১৯৭০ ও ৮০-এর দশকে মনমোহন ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিয়েছিলেন, যেমন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (১৯৭২–১৯৭৬), রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (১৯৮২–১৯৮৫) এবং পরিকল্পনা কমিশনের প্রধান (১৯৮৫–১৯৮৭)। ১৯৯১ সালে এক চরম অর্থনৈতিক সংকটের সময় প্রধানমন্ত্রী পি. ভি. নরসিংহ রাও অরাজনৈতিক মনমোহনকে অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন। কয়েক বছর ধরে ভারতে অর্থনৈতিক উদারীকরণের জন্য তিনি বিভিন্ন সাংগঠনিক সংস্কার করেছিলেন, যার ফলে অর্থনৈতিক সংকট ব্যহত করতে সাফল্য এনেছিল, আর এর জন্য মনমোহন বিশ্ব দরবারে এক মুখ্য সংস্কারপন্থী অর্থনীতিবিদ হিসাবে পরিচিত হয়েছিলেন।

বিস্তারিত

নির্বাচিত প্রতিষ্ঠান

ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর অভিন্ন মূদ্রা (ইউরো), ইউরোপীয় সংসদ, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ইউরোপীয় ইউনিয়ন ২০১২ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

বিস্তারিত

নির্বাচিত চিত্র


বিষয়শ্রেণী

নির্বাচিত উক্তি...

সস্তা মাল হল মিথ্যা অর্থনীতি।

-ক্রিস্টোফার হিচেনস

উইকিমিডিয়া


উইকিসংবাদে অর্থনীতি
উন্মুক্ত সংবাদ উৎস


উইকিউক্তিতে অর্থনীতি
উক্তি-উদ্ধৃতির সংকলন


উইকিসংকলনে অর্থনীতি
উন্মুক্ত পাঠাগার


উইকিবইয়ে অর্থনীতি
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল


উইকিবিশ্ববিদ্যালয়ে অর্থনীতি
উন্মুক্ত শিক্ষা মাধ্যম


উইকিমিডিয়া কমন্সে অর্থনীতি
মুক্ত মিডিয়া ভাণ্ডার


উইকিঅভিধানে অর্থনীতি
অভিধান ও সমার্থশব্দকোষ


উইকিউপাত্তে অর্থনীতি
উন্মুক্ত জ্ঞানভান্ডার


উইকিভ্রমণে অর্থনীতি
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা