প্রবেশদ্বার:বলিউড/নির্বাচিত জীবনী/১৮

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া (জন্ম ১৮ জুলাই ১৯৮২) ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী। ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। তার সফল চলচ্চিত্র জীবনের মাধ্যমে, চোপড়া বলিউডের সর্বাধিক প্রারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর পাশাপাশি ভারতের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি হয়ে উঠেছেন। তিনি অসংখ্য পুরষ্কার এবং মনোনয়ন পেয়েছেন। প্রাথমিক জীবনে একসময় চোপড়া প্রকৌশল বিদ্যা বা মনোরোগ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী ছিলেন। ২০০২ সালে ঠামিজান তমিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক ঘটে এবং পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্র জগতে কর্মজীবন শুরু করার প্রস্তাব গ্রহণ করেছিলেন তিনি। পরের বছর, ২০০৩ সালে তিনি দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, এবং একই বছর বক্স-অফিস হিট আন্দাজ চলচ্চিত্রে উপস্থিত হয়েছেন। ২০০৪ সালে তিনি আইতরাজ চলচ্চিত্র্রের জন্য ব্যাপক সমালোচনা অর্জন করেছিলেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৬ সালে কৃষ এবং ডন: দ্যা চেজ বিগিন্স এগেইন-এর মতোর ব্যবসা সফল চলচ্চিত্রের মাধ্যমে চোপড়া হিন্দি চলচ্চিত্র শিল্পে নিজেকে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। ধারাবাহিকভাবে কয়েকটি ব্যর্থ চলচ্চিত্র্রের পরে, তিনি ফ্যাশন, কামিনে, ৭ খুন মাফ এবং বর্ফী! চলচ্চিত্র্রের জন্য মিশ্র সমাচোলনা লাভ করেছিলেন। ফ্যাশন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)