প্রবেশদ্বার:বই/নির্বাচিত লেখক/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আইজাক আসিমভ (১৯২০ - ১৯৯২) রুশ বংশোদ্ভুত প্রখ্যাত মার্কিন লেখক এবং জৈব রসায়নের অধ্যাপক। তিনি মূলত বিজ্ঞান কল্পকাহিনী এবং জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন এবং এক্ষেত্রে তার সাফল্য গগনচুম্বী। যোগ্যতা বিবেচনায় তাকে বিজ্ঞান কল্পকাহিনীর গ্র্যান্ড মাস্টার আখ্যায় ভূষিত করা হয়েছে। বহুপ্রজ লেখক আজিমভ ৫০০'র-ও অধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। তার সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ

আজিমভ তার জীবদ্দশায় বিজ্ঞান কল্পকাহিনীর বিগ থ্রি-এর একজন ছিলেন, অন্য দুজন ছিলেন রবার্ট এ হাইনলেইন এবং আর্থার সি ক্লার্ক। আমেরিকার কল্পবিজ্ঞান লেখক সংঘ তার লেখা নাইটফলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কল্পবিজ্ঞান গল্পের স্বীকৃতি দেয়। তবে কল্পবিজ্ঞানের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান, গণিত, ইতিহাস, রসায়ন এমনকি শেকসপিয়রের সাহিত্যকর্ম নিয়েও আজিমভ লেখালেখি করেছেন।