প্রবেশদ্বার:বই/নির্বাচিত লেখক/১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (১৯২৭ - ২০১৪), যিনি গাবো নামেও পরিচিত ছিলেন, একজন কলম্বীয় ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সাংবাদিক। তিনি তার নিঃসঙ্গতার একশত বছর উপন্যাসের জন্যে বিশেষভাবে পরিচিত। জাদুবাস্তবতার ব্যবহারে তার সাহিত্যকর্ম একইসাথে শিল্পোত্তীর্ণ এবং জনপ্রিয় হয়েছে। তার বহু উপন্যাসের পটভূমি ছিল এক কাল্পনিক জনপদ মাকান্দো আর তার প্রিয় প্রসঙ্গ ছিল নিঃসঙ্গতা। ১৯৮২ সালে মার্কেস সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

সাহিত্যবোদ্ধারা মতে মার্কেস হোর্হে লুইস বোর্হেস এবং হুলিও কোর্তাসারের পাশাপাশি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান কথাসাহিত্যিক। তিনি খোলাখুলিভাবে দেশের রাজনীতির সমালোচনা করতেন, কিউবার বিপ্লবী নেতা কাস্ত্রোর সাথে তার বন্ধুত্ব ছিল। জীবনের বেশিরভাগ সময় মার্কেস বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপের বিভিন্ন শহরে। শেষজীবনে তিনি ক্যান্সারে আক্রান্ত হন, তার স্মৃতিভ্রংশ হয়। ২০১৪-র এপ্রিলে তার মৃত্যুর পর রাষ্ট্রপতি হুয়ান ম্যানুয়েল সান্তোস তাকে "কলম্বীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ" বলে অভিহিত করেন।