প্রবেশদ্বার:জীবনী/উক্তি/সপ্তাহ ৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
A P J Abdul Kalam.jpg
-আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম

আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং সেদেশের বিশিষ্ট বিজ্ঞানী। তিনিই ভারতে প্রথম পারমানবিক বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণ করেন।আব্দুল কালামের জন্ম অক্টোবর ১৫, ১৯৩১ তারিখে তামিলনাড়ুর উপকুল সংলগ্ন রামেশ্বরম গ্রামে। তিনি তাঁর বিজ্ঞান বিষয়ে অবদানের জন্য ১৯৯৭ সালে ভারতরত্ন সম্মানে ভুষিত হন। তিনি ভারতের চন্দ্রযান প্রকল্পেও উপদেশ দেন।