প্রবেশদ্বার:জার্মানি/নির্বাচিত নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জার্মান পুনঃএকত্রিকরণ ১৯৯০ সালের ১৩ অক্টবর সম্পন্ন হয়। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রজাতন্ত্রি জার্মানি (পূর্ব জার্মানির) অঞ্চল সমূহ ফেডারেল প্রজাতন্ত্রি জার্মানি(পশ্চিম জার্মানির) সাথে একীভূত হয়। এ পরিবর্তন কে Die Wende বলে আখ্যায়িত করা হয়।


বিস্তারিত


এইখানের ‘’’নির্বাচিত নিবন্ধ’’’ গুলি প্রধান পাতায় দেখা যাবে , অবস্থান অনুযায়ী নম্বরযুক্ত ভাবে দেওয়া হল :

নং নিবন্ধর সারসংক্ষেপ

জার্মান পুনঃএকত্রিকরণ ১৯৯০ সালের ১৩ অক্টবর সম্পন্ন হয়। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রজাতন্ত্রি জার্মানি (পূর্ব জার্মানির) অঞ্চল সমূহ ফেডারেল প্রজাতন্ত্রি জার্মানি(পশ্চিম জার্মানির) সাথে একীভূত হয়। এ পরিবর্তন কে Die Wende বলে আখ্যায়িত করা হয়।


বিস্তারিত

বার্লিন প্রাচীর পরিচিত হয়ে আছে পশ্চিম ও পূর্ব বার্লিনের সীমানা প্রাচীর হিসেবে। সুদীর্ঘ ২৮ বছর এটি পশ্চিম বার্লিন থেকে পূর্ব বার্লিন এবং পূর্ব জার্মানির অন্যান্য অংশকে পৃথক করে রেখেছিল। বার্লিন প্রাচীর খুলে দেয়ার ঘটনা দুই জার্মানির পুনঃএকত্রিকরণের পথ প্রশস্থ করে দেয়, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে ১৯৯০ সালের ৩ অক্টোবর।


বিস্তারিত