বিষয়বস্তুতে চলুন

প্রবেশদ্বার:চলচ্চিত্র/নির্বাচিত নিবন্ধ/৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ওয়াজাদার পোস্টার।

ওয়াজাদা, (ইংরেজি ভাষায়: Wadjda ; আরবি ভাষায়: وجدة) হাইফা আল মনসুর পরিচালিত একটি চলচ্চিত্র। এটি নারী পরিচালিত সৌদি আরবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটিতে সৌদি আরবের একজন ছোটো মেয়ের গল্প আছে, যে তার দেশের ঐতিহ্যকে চ্যালেঞ্জ করে। এই ছবিটি পরিচালনা করে সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হাইফা আল মনসুর। ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ওয়াদ মোহাম্মেদ, রিম আবদুল্লাহ এবং আবদুল রহমান আল গোহানি সহ প্রমুখ শিল্পীরা। ছবিটি যুক্তরাষ্ট্রে ১৫ সেপ্টেম্বর, ২০১২ তারিখে মুক্তি পায়।