প্রবেশদ্বার:কবিতা/নির্বাচিত নিবন্ধ/১১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রাচীন ইংরেজী মহাকাব্য বেওউল্ফ অনুপ্রাসধর্মী পদ দ্বারা লিখিত

ছন্দঃপ্রকরণে অনুপ্রাসধর্মী পদ হলো পদের একধরণের গঠন, যা প্রধান গঠনের ক্ষেত্রে অনুপ্রাসের ব্যবহারে কবিতার লাইনের মাঝে ঐক্যসাধন ঘটায়। যেমন ছড়া বা শব্দাংশের রূপে থেকে ভিন্ন। অনুপ্রাসধর্মী পদের সবার্ধিক অধ্যয়ন ঐতিহ্য জার্মান ভাষার অনেক প্রাচীনতম সাহিত্যে পাওয়া যায়। প্রাচীন ইংরেজী মহাকাব্য বেওউল্ফ, পাশাপাশি অন্যান্য অধিকাংশ প্রাচীন ইংরেজী কবিতা, প্রাচীন উচ্চ জার্মান মুসপিল্লি, ওল্ড স্যাক্সন হেলিন্দ, প্রাচীন নর্স পোয়েটিক ইডা এবং অনেক মধ্য ইংরেজি কবিতায় যেমন পিয়েরস প্লোম্যান, স্যার গাওয়াইন এন্ড দ্য গীন নাইট এবং আল্টারনেটিভ মর্তে আর্থুর ইত্যাদিতে অনুপ্রাসধর্মী পদ ব্যবহৃত হয়েছে।