প্রবীন জান্তে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রবীন হরিশ জান্তে মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি মায়েম আসন থেকে ২০১৭ গোয়া বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির টিকেটে গোয়া বিধানসভায় নির্বাচিত হন। [১][২][৩] ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনের আগে, তিনি বিধানসভা এবং বিজেপি থেকে পদত্যাগ করেন এবং এমজিপিতে যোগ দেন। [৪]

তার পিতা, হরিশ জান্তে, একজন মারাঠি অভিবাসী ছিলেন, যিনি গোয়া বিধানসভার সদস্যের পাশাপাশি লোকসভার সদস্যও ছিলেন। [৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. MEMBERSHIP OF THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF GOA
  2. My Neta
  3. Mayem locals want weak bridge closed
  4. "In 7 Hours, Goa BJP Minister, MLA Quit Party Weeks Ahead Of Elections"NDTV.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-১১ 
  5. "Goa Legislative Assembly"। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  6. "Ex-North Goa MP Harish Zantye passes away at 86"Navhind Times। ২১ মার্চ ২০২১।