প্রগতিশীল মুসলিম লীগ (পশ্চিমবঙ্গ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রগতিশীল মুসলিম লীগ ছিল ভারতের পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল[১] [২] ১৯৬৯ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দলটি আত্মপ্রকাশ করে।[৩] দলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনটি আসন জিতেছে; নওদায় নাসিরুদ্দিন খান, হরিহরপাড়ায় আহমেদ আকতাবউদ্দিন এবং দেগঙ্গায় হারুন-অর-রশিদ।[৪] সব মিলিয়ে দলটি নির্বাচনে ২৮০টি আসনের মধ্যে ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ২,০৮,৫৭৪টি ভোট (রাজ্যব্যাপী ভোটের ১.৫৬%) পেয়েছে।[৪] দলটি যোগ না দিয়ে রাজ্যে যুক্তফ্রন্ট সরকারকে সমর্থন করেছিল। [৫]

১৯৭১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পিএমএল দুটি প্রার্থীকে প্রার্থী করেছিল, যাদের মধ্যে কেউই নির্বাচিত হননি।[৬] দলটি ১৩,৮২১ ভোট (০.১১%) পেয়েছে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Thought। Siddhartha Publications। ১৯৭০। পৃষ্ঠা 62। 
  2. S. Nihal Singh (১ মার্চ ১৯৯৩)। The rocky road of Indian democracy: Nehru to Narasimha Rao। Sterling Publishers। পৃষ্ঠা 49। আইএসবিএন 978-81-207-1526-4 
  3. Profulla Roychoudhury (১৯৭৭)। West Bengal--a Decade, 1965-1975। Boipatra। পৃষ্ঠা 130। 
  4. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)। Election Commission। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৬ 
  5. Profulla Roychoudhury (১৯৮৫)। Left Experiment in West Bengal। Patriot Publishers। পৃষ্ঠা 92 
  6. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)। Election Commission। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫