পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ
গঠিত১৯৪২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ ছিল পাকিস্তানের পক্ষে মুসলিম জাতীয়তাবাদকে উৎসাহিত করার জন্য বাঙালি মুসলমানদের তৈরি একটি সাহিত্য সমাজ। এটির অবস্থান ছিল পূর্ব পাকিস্তানের ঢাকায়।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৪২ সালে নিখিল ভারত মুসলিম লীগ কর্তৃক পাকিস্তান রেজোলিউশন গৃহীত হওয়ার পরে ঢাকায় পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ প্রতিষ্ঠিত হয়। একই বছর একই কারণে কলকাতায় পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ মুসলিম জাতীয়তাবাদ প্রচার করেছিল এবং পাকিস্তানের পক্ষে সমর্থনদানে উৎসাহিত করেছিল। এটি ইসলামী ঐতিহ্যকে প্রতিবিম্বিত করে এমন একটি সাহিত্য সংস্কৃতি তৈরি করতে চেয়েছিল। এটি আরবি, ফারসী এবং উর্দু ভাষা থেকে দ্বারকৃত শব্দ বাংলা সাহিত্যে ব্যবহার করতে উৎসাহিত করেছিল। এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সৈয়দ সাজ্জাদ হোসায়েন এবং সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। এটি পাকসিক পাকিস্তান (পাকিস্তান পাক্ষিক) নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করত, পত্রিকাটি ১৯৪৭ সালে ভারত বিভাগের আগ পর্যন্ত চালু ছিল। পাকিস্তান রাজ্যে বাঙালির ক্রমবর্ধমান মোহভঙ্গের সাথে সাথে এটির কার্যক্রম হ্রাস পেতে থাকে এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর বন্ধ হয়ে যায়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রয়, অন্বেষা (২০১৮)। Making Peace, Making Riots (ইংরেজি ভাষায়)। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৩৩। আইএসবিএন 9781108428286 
  2. বোসু, নেইলেশ (২০১৩)। "Purba Pakistan Zindabad: Bengali Visions of Pakistan, 1940–1947"মডার্ন এশিয়ান স্টাডিস (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ১–৩৬। ডিওআই:10.1017/S0026749X12000315। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৮ 
  3. ওয়াকিল আহমদ (২০১২)। "পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743