পূরবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূরবী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি ১৯২৫ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়।[১][২] এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব"-এর একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[১] এতে সর্বমোট ৭৮-টি কবিতা রয়েছে।[৪]

কবিতার তালিকা[সম্পাদনা]

"পূরবী" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলো হল[৪]

১. পূরবী

২. বিজয়ী

৩. মাটির ডাক

৪. পঁচিশে বৈশাখ

৫. সত্যেন্দ্রনাথ দত্ত

৬. শিলঙের চিঠি

৭. যাত্রা

৮. তপোভঙ্গ

৯. ভাঙা মন্দির

১০. আগমনী

১১. উৎসবের দিন

১২. গানের সাজি

১৩. লীলাসঙ্গিনী

১৪. শেষ অর্ঘ্য

১৫. বেঠিক পথের পথিক

১৬. বকুল-বনের পাখি

১৭. সাবিত্রী

১৮. পূর্ণতা

১৯. আহ্বান

২০. ছবি

২১. লিপি

২২. ক্ষণিকা

২৩. খেলা

২৪. অপরিচিতা

২৫. আনমনা

২৬. বিস্মরণ

২৭. আশা

২৮. বাতাস

২৯. স্বপ্ন

৩০. সমুদ্র

৩১. মুক্তি

৩২. ঝড়

৩৩. পদধ্বনি

৩৪. প্রকাশ

৩৫. শেষ

৩৬. দোসর

৩৭. অবসান

৩৮. তারা

৩৯. কৃতজ্ঞ

৪০. দুঃখসম্পদ

৪১. মৃত্যুর আহ্বান

৪২. দান

৪৩. সমাপন

৪৪. ভাবী কাল

৪৫. অতীত কাল

৪৬. বেদনার লীলা

৪৭. শীত

৪৮. কিশোর প্রেম

৪৯. প্রভাত

৫০. বিদেশী ফুুল

৫১. অতিথি

৫২. অন্তর্হিতা

৫৩. আশঙ্কা

৫৪. শেষ বসন্ত

৫৫. বিপাশা

৫৬. চাবি

৫৭. বৈতরণী

৫৮. প্রভাতী

৫৯. মধু

৬০. তৃতীয়া

৬১. অদেখা

৬২. চঞ্চল

৬৩. প্রবাহিণী

৬৪. আকন্দ

৬৫. কঙ্কাল

৬৬. চিঠি

৬৭. বিরহিণী

৬৮. না-পাওয়া

৬৯. সৃষ্টিকর্তা

৭০. বীণাহারা

৭১. বনস্পতি

৭২. পথ

৭৩. মিলন

৭৪. অন্ধকার

৭৫. প্রাণগঙ্গা

৭৬. বদল

৭৭. ইটলিয়া

৭৮. সংযোজন (শিবাজি-উৎসব

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুুলাল চক্রবর্তী, জুলাই - ২০০৭, বাণী বিতান।
  2. "রবীন্দ্রনাথ ঠাকুর"Bengali Grammar। বাংলা ব্যাকরণ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৫ 
  3. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৫ 
  4. পূরবী – রবীন্দ্র রচনাবলী

বহিঃসংযোগ[সম্পাদনা]