পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র
অবয়ব
পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র | |
---|---|
দেশ | ভারত |
অবস্থান | বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত |
অবস্থা | সক্রিয় |
কমিশনের তারিখ | ২০০৮ |
পরিচালক | পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বিতরন কোম্পানি লিমিটেট |
বিদ্যুৎ উৎপাদন | |
কর্মক্ষম একক | ৪টি |
পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র[১][২][৩][৪] হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি জলবিদ্যুৎ কেন্দ্র।এটি পুরুলিয়ার অযোধ্য পাহাড়-এ গড়ে উঠেছে।এটি দেশের প্রথম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র।এই জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারত -এর মধ্যে বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র।এর উৎপাদন ক্ষমতা ৯০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয় ২০০৮ সালে।
বিবরন
[সম্পাদনা]জাপানী প্রযুক্তির সাহায্যে অযোধ্যা পাহাড়ের ভেতর সুড়ঙ্গ কেটে প্রায় ৭ কিলোমিটার জায়গা জুড়ে এই জলবিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। আপার ড্যাম ও লোয়ার ড্যাম কে কাজে লাগিয়ে কৃত্তিম ভাবে খরস্রোত তৈরী করে টারবাইন ঘুড়িয়ে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করা হয় এখানে।
ইউনিট
[সম্পাদনা]এই বিদ্যুৎ কেন্দ্র চারটি ইউনিট রয়েছে।
ক্রমিক সংখ্যা | উৎপাদন ক্ষমতা | উদ্ভোদন |
---|---|---|
১ | ২২৪ | ২০০৮ |
২ | ২২৪ | ২০০৮ |
৩ | ২২৪ | ২০০৮ |
৪ | ২২৪ | ২০০৮ |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিভ্রাট থেকে বাঁচিয়ে দিল পুরুলিয়ার বিদ্যুৎ"।
- ↑ "Purulia Pumped Storage Hydroelectric Power Plant"। ১০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "পাম্প স্টোরেজ বিদ্যুতে কেন্দ্রের আদর্শ পুরুলিয়া"। আনন্দবাজার প্রত্রিকা।
- ↑ "অযোধ্যা পাহাড়ে বিদ্যুৎ প্রকল্পে মিলল অনুমোদন"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৫-০২-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)