পুরনো মারিস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পুরনো মারিস্তান বা বুইনানিয়া মাদ্রাসা অথবা সালে মারিস্তান হলো মরক্কোর সালের কাছে অবস্থিত একটি প্রাচীন বিমারিস্তান এবং মেডিকেল স্কুল। সাধারণভাবে এটি আসকুর হোটেল বা দারুল কাজী নামে অধিক পরিচিত। এটি চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি মারিনিদের শাসনামলে নির্মিত হয়।[১] এটি প্রথমে একটি মাদরাসা ছিল; তারপর একটি মারিস্তান; তারপর একটি হোটেল এবং সবশেষে একটি ঐতিহ্যবাহী সঙ্গীতের যাদুঘরে রূপান্তরিত হয়। ১৯২৪ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর একটি ডিক্রি দ্বারা এর সম্মুখভাগকে একটি জাতীয় ঐতিহ্য হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "معلومات عن المارستان القديم (سلا) على موقع idpc.ma"। idpc.ma। ২০১৯-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।