পুনম যাদব (ভারোত্তোলক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পুনম যাদব
ব্যক্তিগত তথ্য
স্থানীয় নামपूनम यादव
জাতীয়তাভারতীয়
জন্ম (1995-07-09) ৯ জুলাই ১৯৯৫ (বয়স ২৮)
বারাণসী, উত্তর প্রদেশ
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াভারোত্তোলন
বিভাগ৬৩ কেজি
বিশ্ববিদ্যালয় দলকাশী বিদ্যাপীঠ, বারাণসী
পদকের তথ্য
মহিলাদের ভারোত্তোলন
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৮ গোল্ড কোস্ট ৬৯ কেজি
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৪ গ্লাসগো ৬৩ কেজি
কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০১৫ পুনে ৬৩ কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৭ গোল্ড কোস্ট 69 কেজি
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০২১ তাসখন্দ ৭৬ কেজি
১৬ জানুয়ারি ২০২২ তারিখে হালনাগাদকৃত

পুনম যাদব (৯ই জুলাই, ১৯৯৫) একজন ভারতীয় মহিলা ভারোত্তোলক যিনি ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ এবং ২০১৮ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৯ কেজি বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছেন।[১]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

এক ছোট কৃষক পরিবারের মেয়ে পুনম উত্তরপ্রেদেশেবারাণসীর নিকটবর্তী এক গ্রামে বড় হয়েছেন। আন্তর্জাতিক ভারোত্তোলক হওয়ার জন্য তিন বছরের তীব্র প্রশিক্ষণের পর, পুনম যখন ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তখন তার বাবা-মায়ের কাছে তাকে সমর্থন করার জন্য টাকার সংস্থান ছিল না। তার বাবামা তাদের পরিবারের মহিষ বিক্রি করে দিয়েছিলেন পুনমের প্রতিযোগিতায় অংশগ্রহণের পাথেয় জোগাড় করার জন্য। [২] তিনি বারাণসী হিন্দু বিশ্ব্বিদ্যালয়ের কাশী বিদ্যা পীঠে স্নাতক্স্তরের পড়আশোনার জন্যে যোগদান করেছিলেন।

যশ ভারতী পুরস্কার[সম্পাদনা]

ভারোত্তোলনের জন্য পুনমকে ২০১৫ সালে উত্তরপ্রদেশ সরকার যশ ভারতী পুরস্কার প্রদান করে। [৩]

কর্মজীবন[সম্পাদনা]

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬৯ কেজি বিভাগে তিনি মোট ২২২ কেজি ভার উত্তোলন করে স্বর্ণপদক জিতেছেন। স্ন্যাচ বিভাগে ১০০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১২২ কেজি উত্তোলন করেন তিনি। তিনি ২০১৪ কমনওয়েলথ গেমসে মোট ২০২ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন - স্ন্যাচ বিভাগে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৪ কেজি। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Glasgow 2014 - Women's 63kg Group A"। results.glasgow2014.com। ২০১৪-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৯ 
  2. "Her Farmer Father Sold Their Buffalo So Punam Yadav Could Win Gold For India"। ২০১৮-০৪-১০। 
  3. "यश भारती सम्मान से 56 हस्तियां अलंकृत 12063610" (হিন্দি ভাষায়)। jagran.com। 
  4. "Weightlifting Start List Package" (পিডিএফ)। ২০১৪-০৭-২২। ২০১৪-০৭-২৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]