পীযুষ কান্তি ভট্টাচার্য্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পীযুষ ভট্টাচার্য থেকে পুনর্নির্দেশিত)
পীযুষ কান্তি ভট্টাচার্য্য
যশোর-৫ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীগাজী এরশাদ আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1940-03-01) ১ মার্চ ১৯৪০ (বয়স ৮৪)
পাড়ালা, মনিরামপুর, যশোর, ব্রিটিশ ভারত
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
আত্মীয়স্বজনস্বপন ভট্টাচার্য্য (ভাই)
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়

পীযুষ কান্তি ভট্টাচার্য্য (জন্ম ১ মার্চ ১৯৪০) বাংলাদেশের যশোরের একজন শিক্ষায়তনিক ব্যক্তি ও রাজনীতিবিদ যিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি একজন সাবেক সাংসদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য।[১] তার ভাই স্বপন ভট্টাচার্য্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী।[২]

জীবনী[সম্পাদনা]

পীযুষ কান্তি ভট্টাচার্য্য ১৯৪০ সালের ১ মার্চ যশোরের মনিরামপুরের পাড়ালা গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম সুধীর ভট্টাচার্য্য ও মায়ের নাম ঊষা রাণী ভট্টাচার্য্য। তিনি খাজুরা এম. এন. মিত্র বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও মাইকেল মধুসূদন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬১ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন।[৩]

পীযুষ কান্তি ভট্টাচার্য্য মশিহাটি হাই স্কুল ও গোপালপুর হাই স্কুলে শিক্ষকতা করেছেন। এছাড়া, তিনি কেশবপুর ডিগ্রি কলেজেও শিক্ষকতা করেছেন। তিনি মনিরামপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।[৩]

বীর মুক্তিযোদ্ধা পীযুষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হলেন যারা"বাংলাদেশ প্রতিদিন। ২১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "স্বপন ভট্টাচার্য প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের বন্যা"প্রথম আলো। ৭ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "যশোরে পীযুষ কান্তিকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস"বাংলানিউজ২৪.কম। ২৪ অক্টোবর ২০১৬। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "List of 1st Parliament Members" (পিডিএফ)জাতীয় সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪